"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ প্রথমেই টিভির উপস্থাপিকার মত সবাইকে ঈদ মোবারক । তবে ছাক্কুর পক্ষ থেকে লেইট হাম্বা মোবারক কার কেমন দামি গরু নাকি জোয়ান গরু জানি না তবে আমার টা ছিল অন্নেক তেজি গরু আপনার টা কেমন ছিল ?? এখানেই ছবি শেয়ার করে ফেলেন । সবার জন্য আড্ডার কিছু কমন প্রশ্ন - *কে কত সালামি পেলেন ? **গরুর মাংস কত কেজি !! (কম বলে ফেললাম নাকি ?)খেলেন ?? ***এবং সবশেষে অবধারিত প্রশ্ন ডাইরেক্ট লাইন হয়েছে নাকি ? (মানে কয় প্যাকেট স্যালাইন শেষ করলেন !!!) আমার ক্ষেত্রে এগুলার উত্তর ১.(-২৫০০) টাকা ,বুড়া হয়ে গেসি ।পিচ্চি পাচ্চা বেড়ে গেসে ২. মাত্র !!! ৪/৫ (টুকরা আম্মুর মতে )আমার মতে গরু খাসী মিলিয়ে ১/২ কেজি তো হবেই ৩.এটা আমার নব আবিষ্কার ,৭ প্যাকেট স্যালাইন কিনে রেখেছিলাম তাই হয়তো ফর দ্যা ফাস্ট টাইম বেচে গেলাম তারপর ব্লগে যারা ছিলেন তারা নিশ্চয়ই ক্যাচাল করতে করতে ক্লান্ত ইস্যুর যেনো কোন শেষ নাই আমিও বাড়িতে বসে বসে মাথার চুল ছিড়সি আর ক্যাচাল মিস করলাম যাই হোক অনেক প্যাচাল পাড়লাম এখন আসেন খাওয়া দাওয়া শুরু করি । আফটার অল ভোজন রসিক ছাক্কুর বলে কথা হাড়ি কাবাব গরুর মাংসে ভুনা খিচুড়ি শিকামপুরি কাবাব রঙিলা কাবাব কালো ভুনা মাংস খাসির মাংসের পাকোড়া আর অপেক্ষা কেনো এখন ই ঝাপিয়ে পড়ুন খেতে ছবির জন্য কৃতজ্ঞতায় - http://amaderranna.blogspot.com/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।