আমাদের কথা খুঁজে নিন

   

আমার লেইট বর্ষপূর্তি পোস্ট!!!!!!!! (পার্টি হবে খানাপিনা হবেনা!! হেহেহেহে)

তুমি আমার অপারগতা ...তুমি আমার স্বপ্নভোলা কষ্টগাঁথা....তুমি আমার হৃদয় আঙিনা জুড়ে.... মায়ায় জড়ানো মালতীলতা....
ভাবতে ভালো লাগছে যে এই ব্লগ পরিবারে আজ একবছর হয়ে গিয়েছে! পরিবারই বলবো ,কারন এই ব্লগ পরিবার আমাকে এমন কিছু দিয়েছে এমন সময়ে দিয়েছে যা আমার জন্যে অনেক বেশি কিছু, অনেক বেশি অমূল্য! আমি এমন একটা সময়ে এই ব্লগে এসেছি যখন আমার চারিপাশে ছিল কেবল নীলের ছড়াছড়ি… নীলের সমুদ্রে তলিয়েই যাচ্ছিলাম প্রায়! দম নিতে পারছিলামনা স্বাভাবিকভাবে। প্রচন্ড হাঁসফাঁস অবস্থায় আমাকে একটুখানি নিঃশ্বাস নেবার জায়গা করে দিয়েছিলো এই ব্লগ । খুব চেনা মানুষগুলোকেই যখন বড় অচেনা ঠেকছিলো, সবচে কাছের বন্ধুটিকেও যখন মনের গোপন কষ্ট-ব্যাথা দেখানো যাচ্ছিলোনা…… তখন এই ব্লগের অচেনা মানুষগুলোই বড্ড আপন করে নিয়েছিলো…… খুব সংগ দিয়েছিলো সবাই…অথচ তারা কেউ আমাকে চিনতোইনা! একটু দম নেয়ার জায়গা করে দিয়েছিলো এই অচেনা মানুষগুলোই ! তাই এই ব্লগকে, ব্লগের মানুষ গুলোকে আমি কেবল পরিবার বললেও যে খুব কমই বলা হবে!! এরপর এই পরিবারের একজন সদস্য করে নিতে তারা বিন্দুমাত্র কার্পণ্য করেনি! আমার জন্যে এই ব্লগ পেইজ কেবলমাত্র আমার ভাবনার রাফখাতা। অন্তত ঘরের দরোজা বন্ধ করে হলেও মনের জানালা খুলে দিতে পারি এখানে এসে। বাঁচবার জন্যে নিঃশ্বাস তো ফেলতে হবে? যখন যেমন খুশি আবোলতাবোল কথাবার্তা লিখে ভরিয়ে রাখতে পারি এখানে।

This is a place where only I will Reign! ONLY ME!!!!! আরেকটু বলি,(কথা ফুরোচ্ছেইনা, হাউ বাচাল আই এম!!) ব্লগে প্রথমদিকে গল্প পড়তাম, কবিতাও পড়তে ভালো লাগতো,যদিও খুব একটা বুঝিনা! একসময় মনে হলো আমিও লিখি ৪ লাইন(অকবিতা)!! কেউ তো আর চিনবেনা বা দেখবে না এখানে লিখলে!! পোস্ট করে দেখি,হায়হায় মানুষজন আবার কমেন্টও করতে আসছে! সেকি শরমের কথা!!!!!!!(এখনো হাসি পায় মনেহলে!) শুরুর দিকে আমি কেবলি নিজের অনুভূতির কথা লিখতাম …যেগুলো কোন ব্লগিং এর পর্যায়ে পড়ে বলে মনেহয় না! সেই ধারাবাহিকতায় এখনও মাঝেমাঝে কিছু পোস্ট দিয়ে ১ম পাতার কিছু মূল্যবান স্পেইস কিছু মূহুর্তের জন্যে দখল করে রাখি, আর আপনাদের বিরক্তির কারন হই। আশা করি বিরক্ত করে যাব যে ক’দিন পারি!! নামকরণের সার্থকতাঃ আর আমার নিক বটবৃক্ষ~ নাকি ছেলে ছেলে লাগে শুনতে ! এই কথা আমি অসংখ্যবার শুনেছি, এখনো শুনতে হয়!!! আজ শুধু বলি কারন আমার বিশেষভাবে বৃক্ষপ্রীতি রয়েছে আগেথেকেই!! নেচার লাভার বলতে পারেন! আর কেন বটগাছ?? এই গল্প নিয়েও একটা বিশেষ ব্লগ লিখবো । আজ শুধু আমার সেই প্রিয় গাছটির ছবি দেখাচ্ছি, যেটার জন্যে আমার এই নামকরণ! [ফটোক্রেডিট : অপু তানভীর] কিছু অপ্রিয় সত্যঃ এই এক বছর (খুবি ছোট্ট সময়) ব্লগিং করে আমার একটা উপলব্ধি হলঃ আমরা এখনো কেবলমাত্র মানুষ হিসেবে সবাই সবাইকে সম্মান দিতে শিখিনি! এখানে আমাদের সবার পরিচয় আমরা ব্লগার । ছেলে কি মেয়ে এটা মূখ্য নয় কখনোই! একজনের বিশেষ অনুরোধে ফেইসবুকে জয়েন করার পর আমাকে অনেক ব্লগারেরই বিস্ময়মিশ্রিত প্রথম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, আপনি যে মেয়ে ব্লগার আজকেই জানলাম!! আবার ফেবুতেও ফ্রেন্ড লিস্টে থাকার পরেও নাম দেখে যতদিন বুঝতে পারেনাই ,ততদিন কোন লাইক/কমেন্ট দিতোনা!! কিন্তু যেদিনই বুঝতে পারলো এটা মেয়ের আইডি, তখনই ইনবক্সে খুব হাই-হ্যালো খোজ খবর নেয়া শুরু হয়েযায়! আমি জানি আমার এই লেখা পড়ে অনেকেরই খারাপ লাগতে পারে, তবুও এই বিষয়টা শেয়ার করতে ইচ্ছে হলো!তাই লিখলাম! আমি সেসব বন্ধু এবং সহব্লগারদের চিনি যারা আমি ব্লগে আসার শুরু থেকেই আমাকে স্বাগত জানিয়ে শুরু থেকেই পাশে ছিলো এবং এখনও আছে! আর মেয়ে ব্লগার পরিচয় পাওয়ার পর থেকে কাদের কমেন্ট রেগুলার পাই সেটাও জানি!! হাহহাহহ! কিচ্ছু বলার নাই!! শুধু এই কামনা করবো যেন আমাদের মানসিকতার পরিবর্তন ঘটে। আমরা সহব্লগার হিসেবে একে অপরকে সম্মান করতে পারি এবং সম্মান করতে পারার মতো অবস্থান ধরে রাখতে পারি!(সহব্লগারের প্রতি দু’একজন ব্লগারের আজীব,উদ্ভট,হাস্যকর টাইপ আচরণ দেখে সত্যি অবাক হয়েছি এই একবছরের ছোট্ট ব্লগলাইফে!প্লিজ ডোন্ট আস্ক মী এনিথিং……) যাইহোক নিজেকে জুনিয়র এবং ছোট ব্লগার ভাবতেই বেশি ভাল্লাগে আমার(সবার আদর পাওয়া যায় তাহলে আরকি, আর ইচ্ছেমতো আহ্লাদ করাযায়,হিহিহি!)।

আসলে এই একবছরে বড়, ছোট ভাইয়া-আপিদের কাছ থেকে অন্নেক বেশিইইইইই আদর, ভালোবাসা পেয়েছি…যার কোন তুলনা নাই!! না বলেই পারছিনা… আমার আদরের টিংকুকে(বিড়াল) ফেবু থেকে শুরু করে ব্লগের অনেকেই অনেক বেশি আদর করে এবং ভালোবাসে!! আমার টিংকুকে নিয়ে প্রিয় মাগুর ভাইয়া উপহার দিয়েছেন গল্প টিংকু অন্তর্ধান রহস্য আর আমার টিংকুকে ব্লগে নিয়ে আসার পেছনে বিশেষ অবদান রাখার জন্যে টিংকুর ফেভারিট স্বপ্নবাজ অভি মামা কেও এত্তোগুলা ধন্যবাদ!!! বিশেষ কথাঃ হ্যা! ব্লগে এসে কারো মায়ায় জড়িয়েছি…এটাকে অনেকেই খারাপ চোখে দেখেন!বলেন ব্লগ প্রেম করার জায়গা না, আমি বলবো মায়ায় অনেকেই জড়ায়,কেউ স্বীকার করে…কেউ করেনা! আমরা করেছি, সবার আগে। । তাকে নিয়ে লিখবো একটা বিশেষ ব্লগ , শুধুই আমাদের কথা অন্য একদিন! #উৎসর্গ: আমার ব্লগে শুরু থেকে এ পর্যন্ত যারা সাথে ছিলেন এবং আছেন তাদের সব্বাইকে!!!!!! সুবিশাল পোস্টটা ধৈর্য্য ধরে যারা পুরোটা পরেছেন তাদের জন্যে শুভকামনা অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক………... এত্তোওওওওওওওওওওগুলা !!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।