মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না। ঈদ মোবারক!! ঈদ মোবারক!!
বাংলাদেশে আজকে ঈদ। কিন্তু আমাদের দক্ষিন কোরিয়াতে কাল ছিল। দেশে নাই তাই ঈদের আনন্দটা পাই না এখানে--সামান্য বোঝা গেলেও সে নিতান্তই সামান্য।
তো আজকের এই দিনে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি। যারা আমার মতো বাইরের দেশে বসে আছেন--তারা হয়তঃ সময় করে দেখতে পারবেন।
রবি ঠাকুর বলেছিলেন.......
'দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুইপা ফেলিয়া'।
আসলে আমাদের অনেক সময় কাছের অনেক কিছুই দেখা হয় না। বাড়ির কাছে একটা ছোট্ট পার্ক আছে।
মাঝে মাঝেই যাওয়া হয়। আজকে আপনাদেরকেও নিয়ে যাই।
প্রবেশের আগে ছোট্ট একটা নদী। নদীর পাড়ে কৃত্রিম ঝর্না।
ঢোকার পরে সরু গলিপথ
ফুলগুলো কি ভাল লাগছে আপনাদের?
শুভ্র শাদা---আসলেই শান্তি লাগে দেখলে।
গাছে পাখির বাসাও ছিল। কিন্তু কৃত্রিম্ভাবে বানানো।
মেইন গেটের পাশে
এই মূর্তিটা কিসের জানি না। তবে বিভিন্ন জায়গায় দেখা যায়।
ছোট্ট লেক--লেকটা দেখতে খারাপ না।
লেকে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের কোন পার্কে এই মাছগুলো থাকলে ২/৩ ঘন্টা পরে লেখ মাছশুন্য হয়ে যেত।
হাঁসের জলকেলির পরে একটু বিশ্রাম নেয়ার জায়গা।
আমাদের খাল-বিল-নদী-পুকুরের কচুরীপানা এখানে কত আদরে আছে!!
বাচ্চাটা কি তার বাবার কোলে ঘুমাচ্ছে?
রাস্তা ধরে ফিরে আসা।
বিদায় বেলায় শেষ ছবি--
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।