মানুষের মনে আজ বাসা বেধেছে হিংসা আর ঘৃণা... মানবতা আজ ফেরারী... দিকে দিকে আজ শয়তানের উল্লাস নৃত্য...... সবাই জানে লীগ, বিএনপি, জাপা, এই পার্টিগুলির মধ্যে হাতে গোনা ২-১ জন বাধে বাকি সব নেতা কর্মীর উদ্দেশ্যই হচ্ছে রাজনীতির আড়ালে দূর্ণীতি করে টাকা কামানো। আমদের মধ্যে প্রায় সবাইকে দেখা যায় আমরা কঠোর ভাষায় তাদের কে প্রতিনিয়ত সমালোচনা করি যারা লীগ, বিএনপি, জাপাকে অন্ধ ভাবে সাপোর্ট করে। অথচ এই কঠোর সমালোচনা কারীদের অনেকেই (আমার ব্যক্তিগত পরিচিতদের অনেকেই) আবার অন্ধ ভাবে পাকিস্থান ক্রিকেট দলকে সাপোর্ট করে। মুক্তিযুদ্ধে পাকিস্থানের ভুমিকার কথা উত্থাপন করলে বলবে যে খেলার মধ্যে রাজনীতি আনা ঠিক না, যা নিয়ে এই ব্লগে অসংখ্য বিতর্ক হয়েছে আগে।
কিন্তু আজ দেখলাম পাকিস্থান টিম দূর্নীতি গ্রস্থও বটে।
যদিও আগে বহুবার এই সব অভিযোগ এসেছিল, কিন্তু এবার তা আদালতেও প্রমান হয়ে গেল। তাদের তিন জন খেলোয়াড়ের জেল হয়ে গেল বিভিন্ন মেয়াদে। সালমান বাটের ২ বছর ৬ মাস, আসিফের ১ বছর এবং আমিরের ৬ মাস জেল। এর আগে এই দলের অনেক খেলোয়াড়ের বিরুদ্ধে নারী লিপ্সার খবর ও বের হয়েছে। এই গুলি রাজনীতি সংশ্লীষ্ট কোন বিষয় নয়।
এই গুলি একটি দলের নৈতিকতা নিয়ে প্রশ্ন।
“Butt gets 2 years 6 months in jail, Asif gets 1 year, Amir six months”
Click This Link
এখন ও কি এই দল কে অন্ধ ভাবে সাপোর্ট করা যায়?
আর কেউ যদি অন্ধভাবে এখনও পাকিস্থান কে সাপোর্ট করে, তাহলে কি তার কোন নৈতিক অধিকার থাকে অন্যদের (যারা লীগ, বিএনপি, জাপাকে অন্ধ ভাবে সাপোর্ট করে)সমালোচনা করতে? এই রকম সমালোচনা কারীরা কি হিপক্রেট নয়?
নোটঃ আমি বাংলাদেশ ছাড়া কোন ক্রিকেট দলকে সাপোর্ট করি না। আর আমি কোন রাজনৈতিক দলের অন্ধ সাপোর্টার নই। তবে পাকিস্থান দল সব খেলায় হারুক এটা মনে-প্রানে চাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।