সোনার হরিনের পেছনে ছুটছি। দূর্ণীতির বেত্রাঘাতে জীবন আজ জর্জরিত দেশ যেন আজ দূর্ণীতির রসাতলে নিমজ্বিত যে যেমন করে পারছে শুষে খাচ্ছে আমার মাতৃভূমির রক্ত। শিক্ষাপ্রতিষ্ঠানে দূর্ণীতি, ব্যবসা-বানিজ্যে দূর্ণীতি, শেয়ার বাজারে দূর্ণীতি, গার্মেন্টস শিল্পে দূর্ণীতি, হলমার্ক কেলেঙ্কারী, রাস্তার বানাতে দূর্ণীতি, রেলওয়েতে দূর্ণীতি, নিয়োগের ক্ষেত্রে দূর্ণীতি, সর্বশেষে পদ্মা সেতুতে দূর্ণীতি। মানুষের নাভিশ্বাস আজ যেন শেষ সীমানায়, যখন তখন দম ফেটে ঢলে পড়বে মৃত্যু আলিঙ্গনে। দেশটা যেন ফুলে ফুলে সুসজ্জিত টাইটানিক, যে কোন সময় ঠুনকো ঝড়ে ডুবে যাবে গভীর সমূদ্রে। ফররুক আহমেদের সাত সাগরের মাঝি, কাজী নজরুলের তরুণ ছাত্রদল সুফিয়া কামালের জাগ গো ভগিণী। কোথায় তোরা আজ? আমার সোনার বাংলাকে রক্ষা করতে আজ আবার তোরা জেগে উঠ বীর দর্পে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।