নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই
এটার চেয়েও বড় পিরামিডের মালিক আমি।
অল্প কয়েক দিন আগে ব্লগার "সাইমুম" ভাই একটা ট্যুরে মিশর গিয়েছিলেন। আমি তাকে আমার কাছে থাকা কিছু খুচরা ডলার (২৭ ইউ এস ডলার) দিয়ে বলেছিলাম "কিছু মিছু" আনতে। স্যুভেনির টাইপ কিছু।
উনি যাওয়ার আগে আমি আমাদের ব্লগার "মাহমুদুল হাসান কায়রো" ভাইয়ের মোবাইল নাম্বার তাকে দেই যাতে তাদের যোগাযোগ হয়।
পূর্বে একটা ব্লগীয় কার্যক্রমে সাইমুম ভাই, কায়রো ভাই, আমি ও আরো অনেকে যুক্ত ছিলাম।
সাওমুম ভাই ৭ দিন ছিল মিশরে। আমার জন্য অনেক কিছু এনেছে। আমি ভেবেছিলাম মাত্র ২৭ ডলারে কি আর পাওয়া যাবে!!!
আমার পোলার জন্য একটা উট-
এখন আমার পোলা সত্যিকারের উটের জন্য বায়না ধরেছে।
ছোট্ট অর্নামেন্ট বক্স-
ভিজিটিং কার্ড হোল্ডার-
টুং টাং ঘন্টি-
চাবির রিং ২ টা-
আর আমার সবচেয়ে পছন্দ হয়েছে যেটা-
আমি দৈনিক একবার এটাতে ঘসা দেই।
যদি..........
সাইমুম ভাই আমাকে সুন্দর সাবান ও চকলেট দিয়েছেন। ও হ্যা, ৭ ডলার ফেরত এসেছে।
সব শেষে সাইমুম ভাই একটা বক্স দিল আমাকে-
খুললাম-
দেখি ৩ টা কাঁচের পিরামিড-
খুব সুন্দর-
এই পিরামিডের সেটটা ব্লগার "মাহমুদুল হাসান কায়রো" ভাই আমার জন্য উপহার পাঠিয়েছেন।
এই পিরামিড পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড।
আপনাদের কোন সন্দেহ আছে????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।