ধানের পাতায় রঙ লেগেছে, রঙ লেগেছে শীষে- রঙ শুধু নয়; বাতাসে তার গন্ধ আছে মিশে। কেমন বর্ণ, কেমন সুবাস বলতে পারো কেউ- হেমন্ত কি আনলো ডেকে বিমল প্রাণের ঢেউ ? বঁধু, তোমার কাঁচা সোনার নোলক দেখি, কই- এমন নোলক, এমন সোনা কোথায় যেন আছে; না-না-না, আমি কি আজ স্বপ্নে বিভোর, সই - স্বপ্নও নয়; খুঁজে দেখো আমন ধানের গাছে। বাগানে কি ফুল ফুটেছে? ভোমর ওড়ে কেন- লাল গোলাপের চেয়েও তার মিষ্টি সুবাস যেন। ফুল সে তো নয়, নতুন ধানের মৌ-মৌ-মৌ ঘ্রাণ কিষাণ বাড়ির আঙিনা আজ ফিরে পেল প্রাণ ! হেমন্ত তো এমন করেই ধানের কাব্য লেখে, মুঠো মুঠো স্বপ্ন নিয়ে দাঁড়ায় দুখীর পাশে ; ভাঙা থালায় নতুন ভাতের শুভ্র হাসি দেখে- হৃদয় ও মন দুলে ওঠে সোনালী আশ্বাসে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।