জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
আমি হন্যে হয়ে কত না দিন খুজে জনান্তিকে
অবশেষে সেদিন খুজে পেলাম হৈমন্তীকে
সে আর আগের মত নাই----
সে কি জান রবীন্দ্রনাথ?
সময়েরই হাত ধরে তার, বদলে গেছে ধাত !!
ছিল বড়ই সহজ সরল, চাল চলন আর বসন
করত না ব্যবহার কোন বাহারী প্রসাধন ।
এখন চোখে চশমা এটে, রং লাগিয়ে ঠোটে
বিদঘুটে সব বস্ত্র পরে, হেলে দুলে হাটে
সময়ে না অসময়ে বেড়ায় দিন কি রাত !!
(শুনি) গৌরীশংকর বলে, এ তো নয় কোন কৌতুক
মেয়ের বিয়ে দেবে তবে,চায় মোটা যৌতুক ।
অমন রুপ আর গুণে ক'জন আছে বুদ্বিমতী
আধুনিকার ছোয়ায় যে তার আদরের হৈমন্তী
বনমালী তাই ঘটকালীতে খোজেনা জাতপাত !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।