আমার সমবয়সী ৯০ এর বাংলা আধুনিক ও ব্যান্ড সঙ্গীতের সকল শ্রোতা ভাই বোনদের কাছে নিশ্চয়ই লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের কথা মনে আছে! যিনি ছিলেন গত দশকের ব্যান্ড সঙ্গীত এর পর্দার আড়ালে থাকা একজন অতি জনপ্রিয় মানুষ। যাকে পাওয়া যেত প্রিয় আইয়ুব বাচ্চু, জেমস, মাকসুদ, মাইলস, উইনিং সহ সব জনপ্রিয় ও শীর্ষে থাকা ব্যান্ড এর নতুন অ্যালবাম এর কভারে। কারন ঐ অ্যালবাম গুলোর মাঝে যে তাঁর লিখা গান আছে। বিশেষ করে ফিলিংস( নগর বাউল), আইয়ুব বাচ্চুর অনেক অনেক জনপ্রিয় গানের গীতিকার ছিলেন তিনি। তিনি শুধু একজন গীতিকারই ছিলেন না পরবর্তীতে তাঁকে আমরা পেয়েছি “Century Tailors “ এর বিজ্ঞাপনের মডেল হিসেবে এবং তারপর পেয়েছিলাম প্যাকেজ নাটক ‘রাজকুমারী’ তে শমি কায়সার এর বিপরীতে অভিনেতা হিসেবে।
‘রাজকুমারী’ নাটক এর গল্প ও গানটাও তাঁর লিখা ছিল। পরবর্তীতে ‘রাজকুমারী’ নামে আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে একটি মিক্সড ব্যান্ড অ্যালবাম বের হয় যেখানে আইয়ুব বাচ্চু ‘রাজকুমারী’ গানটায় কণ্ঠ দেন। সেই প্রিয় লতিফুল ইসলাম শিবলি গত দশকের শেষ দিকে নিজের লিখা ও সুর করা একটি একক অ্যালবাম বের করেন, যার প্রত্যেকটি গানে তিনি নিজে কণ্ঠ দেন। সেই অ্যালবামটির নাম ছিল ‘নিয়ম ভাঙ্গার অনিয়ম’ যা আজকের অডিও বাজারে নেই। এই দশকের নতুন শ্রোতারা হয়তো জানেও না যে লতিফুল ইসলাম শিবলি কে ছিলেন? অথচ তারাই জেমস এর জেল থেকে বলছি গানটা শুনেছে এবং নিজেরাও গাওয়ার চেষ্টা করে কিন্তু জানে না যে এই গানটি শিবলি ভাইয়ের লিখা! আমি শিবলি ভাইয়ের গান নিয়ে আগামীতে লিখবো, আজ শুধু শিবলি ভাইয়ের দুর্লভ ও অনেকের অজানা তাঁর সেই একমাত্র একক অ্যালবামটির কথা বলার জন্য এই পোস্ট টা দিয়েছি।
কারন আমি মনে করি এই মানুষটি সম্বন্ধে আজ যারা জানে না তাদের অবশ্যই জানানো উচিৎ। বাংলা ব্যান্ড সঙ্গীতকে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত করার পেছনে যেমনি Souls, LRB, Feelings ,Miles, Chime, Ark, Obscure, Feedback এর শিল্পী ও সদস্যদের অবদান রয়েছে তেমনি সেই সময়ের গীতিকারদের মাঝে এই মানুষটারও অবদান রয়েছে। যা কোনদিন ভুলার নয়।
এই লতিফুল ইসলাম শিবলি ভাই একটি অ্যালবাম বের করেছিলেন যার সবগুলি গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি। সেই অ্যালবামটির নাম “নিয়ম ভাঙ্গার অনিয়ম”।
যে অ্যালবামটি কে পুরোপুরি গানের অ্যালবাম না বলে গীতিকবিতার অ্যালবামও বলা যায়। যা অন্যান্য গানের অ্যালবাম থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সেই অ্যালবাম এর সবগুলো গীতিকবিতার কথাগুলো ছিল অসাধারণ সুন্দর যেন সবগুলো একেকটা জ্বলন্ত বারুদ। সেই অ্যালবামটির কথা খুব কম মানুষে জানে ও শুনেছে। সৌভাগ্যবশত আমি ছিলাম সেই কম শ্রেণীর গোত্রে।
যারা সেই সময় এই অ্যালবামটি কিনেছিলেন এবং শুনেছিলেন আমি নিশ্চিত যে সেই অন্যরকম অ্যালবামটির কথা তাদের আজো মনে আছে। যা আমি আজ পর্যন্ত কোন বাংলা সেরা ওয়েবসাইট গুলোতে mp3 পাইনি। যা দেখে খুবই হতাশ হয়েছিলাম। পরবর্তীতে আমি আমার কাছে থাকা সেই অডিও ক্যাসেটটি বস্তাবন্দী অবস্থা থেকে বের করে আবার চালু করি এবং ‘RaDiO bg24’ এর মাধ্যমে তা ওয়েব এ প্রকাশ করি। আজ আমি সেই অ্যালবাম টি ‘সামু’ বন্ধুদের সাথে শেয়ার করলাম ,আশাকরি সবার ভালো লাগবে এবং যারা লতিফুল ইসলাম শিবলি সম্বন্ধে জানতেন না তাদেরও জানা হবে।
১. ছুটি পেলে এবার মাগো- (Click This Link)
২. যত দূরে থাকো – (Click This Link)
৩. বাবার কাঁধে ছেলের কফিন- (Click This Link)
৪. শোক হোক শক্তি- (Click This Link
৫. প্রিয় পতাকা আমার- (Click This Link)
৬. নাগরিক কবিয়াল- (Click This Link)
৭. আল্লাহু আকবর- (Click This Link)
এমন সব দুর্লভ সব গান পেতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে সেখানে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন- (https://www.facebook.com/kokbd24)
লেখক- কবি ও কাব্য- ০২/১১/১১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।