নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে র্যাব। রোববার বিকেল তিনটায় নির্বাচনী এলাকা পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্রে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘নির্বাচনী এলাকার কোথাও ভোটগ্রহণের পুরো সময় কোনও সমস্যা হয়নি। দুয়েকটি জায়গা থেকে কিছু অভিযোগ এসেছে, সেগুলোকে আমরা গুজব হিসেবে দেখছি।’ তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে নারীদের লক্ষণীয় উপস্থিতিই নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা প্রমাণ করে।‘ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটগ্রহণের শেষ পর্যন্ত র্যাব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান তিনি। সোহায়েল জানান, এছাড়া নির্বাচনের পরবর্তী পর্যায়েও পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব প্রস্তুত। বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।