আমাদের কথা খুঁজে নিন

   

'উৎসাহ উদ্দীপনায় ভোট চলছে'

আমি নতুন কিছু লিখবো সেনা মোতায়েন না হওয়ায় মধ্যরাতে বিএনপির 'নির্বাচন বর্জনের' ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্যে ভোট চলছে নারায়ণগঞ্জে। রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান রোববার সকাল সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। শেষ পর্যন্ত এ পরিবেশ থাকবে বলেই আমার বিশ্বাস। " এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, নির্ধারিত সময় সকাল ৮টায় নবগঠিত এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে। এ নির্বাচনে মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান ৯টার দিকে নারায়ণগঞ্জ বার একাডেমী সেন্টারে এবং আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তবে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার কেন্দ্রে যাননি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল। ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার কথা ছিল তৈমুরের। আইভী অভিযোগ করেন, কিছু কেন্দ্রে তার লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে।

তবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলেই মনে করেন শামীম। বাকি তিন মেয়র পদপ্রার্থীর মধ্যে নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে এবং আরেক নির্দলীয় প্রার্থী আতিকুল ইসলাম জীবন ১১ নম্বর ওয়ার্ডের তল্লা প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী ৬ নম্বর ওয়ার্ডের সপুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। রোববার সকালে বেশ কয়েকটি কেন্দ্র পরির্দশন করে পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান। তিনি বলেন, কোথাও কোনো গোলযোগ বা অপ্রীতিকর ঘটনার খবর তিনি পাননি।

ভোট শুরুর দুই ঘণ্টা পর সকাল দশটায় নারায়ণ ক্লাব কেন্দ্রের সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখেছি। তারা নির্ভয়ে কেন্দ্রে এসেছেন। অনেকের সঙ্গে কথা বলে জেনেছি- তাদের ভয়ভীতি, শঙ্কা কেটে গেছে। " সেলিনা হায়াৎ আইভী অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে তোলারাম কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে আমি কয়েকটি বুথে তার এজেন্ট দেখতে পাইনি।

এরপর আমি নিজেই তাকে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চেয়েছি। " আইভী রিটার্নিং কর্মকর্তাকে বলেন, "আমি সব কেন্দ্রেই এজেন্ট দিয়েছি। কিন্তু কেন যায়নি খোঁজ নিচ্ছি। " এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছয় জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ২৫০ জন।

নির্বাচন ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ প্রায় সাড়ে তিন হাজার নির্বাচন কর্মকর্তা। দেশে দ্বিতীয় বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে এ নির্বাচনে। ৯টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রের চারশ ৫০টি বুথে একটি করে ইভিএম ব্যবহার করা হচ্ছে। এসব ওয়ার্ডের ভোটার রয়েছে এক লাখ ৪৮ হাজার ৬২৯ জন। এর আগে গত বছরের জুনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাত্র একটি ওয়ার্ডে (চট্টগ্রাম মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে) ইভিএম ব্যবহার হয়।

এছাড়া ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে ২০টি কেন্দ্রের ভোটগ্রহণ পর্যাবেক্ষণ করা হচ্ছে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.