আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের উৎসাহ ওদের উন্মেচন

হাতছানি দেয় দূরে কেউ আমারে

জানি না আমার এই যুক্তি আপনাদের কাছে সঠিক লাগে কি না! তবে আমার কাছে মনে হয়- এটা অভিভাবক দের করা ঠিক না!![ ডেমো-১ গত পরশু ক্লাস ৫ এর সমাপনী রেজাল্ট দিয়েছে! এক আংকেল এসে তার ছেলে সহ আমাকে বলল রেজাল্ট টা একটু দেখে দাও তো। রেজাল্ট দেখে আংকেলে একগাদি ভিড়ের মধ্যে ছেলেকে বকা দেওয়া শুরু করেছে- তুই পড়াশুনা ঠিক ভাবে করিশ না? সারাদিন ঘুরিস? তোকে হোটেলে বয় হিসেবে রাখা উচিৎ? কারন হচ্ছে তার ছেলেটা ৬০০ এর মধ্যে ৫৭২ পেয়েছে! তার পরও আংকেল সন্তুষ্ট নন। সে সবার সামনে বকা বকি করছে! এত ছোট বাচ্চাকে গালাগাল করা কি ঠিক! ছেলেটা কান্নাকাটি করছে আংকেল তাকে সান্তনা না দিয়ে বকা দিতে লাগল। আমার মেজাজ খারাপ হয়ে গেল! আমি বলল- দেখেন আংকেল এত ছোট বয়সে সে অনেক ভালো করেছে। আপনি আরো ওকে উৎসাহ দিবেন, ভবিষ্যতে যেন ভাল করে, আপনি কি না................................! আমি শুধু এটুকু বলতে চাই অভিভাবক রা শাষন করবে ঠিক আছে! কিন্তু উৎসাহ ছাড়া শুধু শাষন করেই সব কিছু হয় না! আর সবার সামনে বকাঝকা করার অথই বা কি! সবাইকে দেখাতে চাচ্ছে আমি আমার সন্তানকে কতটা শাষন করি! এত ছোট বয়সে তারা এত চাপ সহ্য করছে। আমাদের সময় এতসব ছিলই না। আমাদের উচিত তাদের উৎসাহ দেওয়া, শাসন করা নয়! শুধু এটুকুই আমি বলতে চাই! জানি না আমার এ চিন্তা ধারা সঠিক কি না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.