আমাদের কথা খুঁজে নিন

   

আইভি আপার জন্য কি ভোট চাইতে পারি?

আইভি আপার জন্য ভোট চাওয়ার জন্য লিখছি এই পোস্ট টা! তার আগে উনার সাথে পরিচয়ের কথাটা বলে নেই। আইভি আপার সাথে আমার একবারই দেখা হইছিলো। কোন একটা বাসায় দাওয়াতে। অকল্যন্ডে তখন মাত্র গেছি। ছোট-খাট শ্যামলা একজন মানুষ।

পরে শুনলাম উনি ডাক্তার। বিদেশী ডাক্তারদের জন্য নিউজিল্যান্ড সরকারের করানো ফ্রী কোর্স না করে উনি দেশে চলে যাচ্ছেন পৌরসভার চেয়ারম্যান ইলেকশন করতে। ঐ মূহুর্তে আমার কাছে মনে হইছিলো মানুষ কত বড় লোভী আর বোকা হইলে এমন কাজ করতে পারে? নির্বাচন করে মানুষের টাকা মারবে !! আরে এখানে ডাক্তার হিসেবে কাজ করলে তো দেড় লাখ টাকা বেতন! একটু কস্ট করে পরীক্ষাটা শুধু পাশ করা !! পরে আমার বাবার কাছে শুনলাম উনি নামকরা একজন পৌরসভার চেয়ারম্যান আলি আহমেদ চুনকা সাহেবের মেয়ে। বাবার কথাতে মনে হয়েছিলো এটা বড় কিছু। কিন্তু এসব সস্তা রাজনীতি নিয়ে আগ্রহ ছিলো না বলে বাবার কাছে কিছু শোনা হয় নাই সেদিন।

পরে অকল্যান্ডে থাকতে থাকতে উনার স্বামী সেতু ভাইয়ের সাথে পরিচয় হলো। আমার পাওয়া অসাধারন একজন মানুষ! মানুষের যে কোন বিপদে উনাকে পাবেন। এতো হাসি খুশি মানুষ! একসাথে ফুটবল, ব্যাডমিন্টন খেলছি। কাছ থেকে দেখছি। সিংগেল বাবা হিসেবে ছেলেকে বড় করার স্ট্রাগল।

আমার মেয়েটা খুব লক্ষী তারপরও আমি দশ দিনও একা বড় করতে পারবো না। উনি বয়সে আমার চেয়ে ১০-১২ বছরের বড় কিন্তু মানসিক বা শারিরিক ফিটনেস আমার চেয়ে অনেক বেশি। দিনের পর দিন ছেলেটাকে একা বড় করা... আর উনি হাসি মুখে এসব করে যাচ্ছেন কারন উনার বউ দেশে ডাক্তারি বাদ দিয়ে জাতীয় রাজনীতি না নারায়নগন্জ পৌরসভার রাজনীতি করছেন !! আমার কাছে তখন পুরা ব্যাপারটাই হাস্যকর ছিলো। মন্ত্রীত্ব না হয় জাতীয় রাজনীতি হলে হয়তো কথা ছিলো... তাই বলে পৌরসভার রাজনীতি? এর জন্য লোভনীয় সংসার- আরাম-আয়েস ছাড়তে হবে? যাই হোক, এতো বছর পর সেই আইভি আপাকে আবার দেখলাম সেদিন বাংলা টিভিতে। ব্লগে এসে জানলাম আরেকটু।

বাবার পায়ের ছাপ ফলো করে নিজের পেশা ছেড়ে মেয়ের রাজনীতি করা... বাবার এলাকার মানুষের সেবার জন্য, বিদেশে খুব ভালো পয়সা-সম্মানের হাতছানী ফিরিয়ে দেয়া !! সংসারের মায়া ছেড়ে রাজনীতির নোংরা কাদায় ডুবে, নাক তুলে মানুষের ভালোর জন্য কিছু করা.... এসব জেনে আমি খুবই ইমপ্রেসড! মানুষের কত এবেলিটি। আমার খালি মনে হয়, পুরা জীবনটা তো শুধু নিজের জন্যই করলাম। মানুষের জন্য তো কিছুই করলাম না! এনাদের মত কিছু মানুষ আছে বলেই সমাজটা চলছে, চলবে! মনে অনেক ফিলিংস! সুন্দর করে লিখতে পারলাম না। শুধু বলি '' আইভি আপার জন্য ভোট চাই !" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.