আমাদের কথা খুঁজে নিন

   

"প্রতিভাবান বাংলাদেশীর গ্রাভিটেশন ইন্জিন আবিস্কার" তেল কম্পানির হাতে হারিকেন....


আজ পেপারে পড়লাম এক ভ্দ্রলোক জ্বালানি বিহীন গাড়ি আবিস্কার করেছেন, পড়ে দেখি গাড়ি তে স্টোরেজ ব্যাটারি থাকবে তা দিয়ে ডিসি মটর চলবে। আজকাল এমন বেবিট্যাক্সি (সিএনজি আসার পর এত সুন্দর নামটা আমরা ভুলতে বসেছি) এবং রিক্সা ঢাকার রাস্তায় হরহামেশা দেখা যায়। ২০০৫ সালের এমন আরেকটি আবিস্কার: এই গাড়িটি ব্যাবহার হয় বান্দরবনের চিম্বুক পাহাড়ের ঢালু রাস্তায়। প্রাচীন সভ্যতায়(আমাদের ছোটবেলায়) যে সমরুপ যান দেখা যেত তারই আপডেটেড ভারশন (ব্রেক সহ) বান্দরবনের এই গাড়ি। নিচে স্পেসিফিকেশন: জ্বালানি শক্তি: মাধ্যকর্ষন আসন সংখ্যা: ২জন কারগো স্পেস: ২ থেকে ৩ বস্তা চাকা: ৩টি ব্রেক: হাত চালিত, স্টিক টাইপ (ড্রাম ও হাইড্রলিক এর চেয়ে অধিক কার্যকরি) স্টয়ারিং: সামনে, পা চালিত গাড়িটি সম্পুর্নরুপে "গ্রিন" এবং এর কোন কার্বন ফুটপ্রিন্ট নাই। এই গাড়িটিতে মাধ্যাকর্ষন জনিত শক্তি চার্য করার জন্য টেনে টেনে বা ঘাড়ে করে উপরে নিয়ে যেতে হয়, সঞ্চিত শক্তি ব্যাবহার করে নিচে নেমে আসা যায় ইচ্ছা মত। *[সৌন্দর্য বর্ধক ইন্জিনের ছবি: ফিয়াট, http://www.fiat.com.sg ]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.