আমাদের কথা খুঁজে নিন

   

একটি মাস্ট সি ভিডিও, প্রতিভাবান বাঙালী ও আমার উপলব্ধি

সেমিস্টার ব্রেক চলছে। সেইরকম কোন কাজ নেই। খাওয়া আর ঘুমানো। আর বাকিটা কাটে নেট ব্রাউজিং করে। অভ্যাসমত আজ সকালে ইউটিউব ঘাঁটছিলাম।

হটাৎ এটিএন বাংলা তিন চাকার তারকা প্রতিযোগিতার একটা ভিডিও বলা চলে দৈবাৎই পেয়ে গেলাম। সত্যি বলছি পুরা অবাক হয়ে গেছি আমি। ভদ্রলোকের নাম আনোয়ার। পেশায় একজন রিকশা চালক। আমি যতদূর বুঝলাম এটা ফাইনাল পর্বই মনে হল।

তো আনোয়ার ভাই গানটা গাইলেন আমাদের দেশের প্রখ্যাত শিল্পী কনক চাঁপার সাথে দ্বৈত কণ্ঠে। “তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে”। আনোয়ার ভাই’র গায়কী ভঙ্গী, অভিনয়, সাবলীলতা দেখে আমি এত্ত খুশি হয়েছি যে বলার ভাষা নেই। ভদ্রলোক দেখতে হ্যাংলা- পাতলা মানুষ। কিন্তু প্রত্যেকটা কলি শেষে যেভাবে কনক চাঁপার দিকে্ তাকাচ্ছিলেন তা সত্যিই মন ভুলানো, একদম পেশাদার শিল্পীর মত।

গলাটা এত্ত মিষ্টি। দর্শকরা পুরো অবাক হয়ে গেছেন। ক্লোজ ক্যামেরা দুই একজন দর্শকের মুখাভিবাক্তি দেখলেই কিছুটা আঁচ করতে পারবেন। দেখে মনে হল কনক চাঁপাও খুব মজা পেয়েছেন ওনার সাথে গাইতে পেরে। প্রথম অংশঃ গানটার এইচডি ভিডিও ২য় অংশঃ আসাদুজ্জামান নুর এর সঞ্চালন সহ কনক চাঁপার আগমন ও গান শেষে তার বক্তব্যঃ আবারো মনে পড়ে গেল সত্যি আমাদের দেশে কত প্রতিভাবান মানুষ আছেন।

সুযোগ পেলে এরাও নিজেকে মেলে ধরতে পারে। দরকার শুধু একটু সুযোগ। একটু সুযোগ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.