আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ যেভাবে একটি প্রতিভাবান ছেলের জীবন নষ্ট করে দিল।



ছাত্রলীগের গৌরবময় রাজনীতির কথা কে না জানে। অতীতে সকল আন্দোলন সংগ্রাম ছিল ছাত্রলীগ। কিন্তু এখন সেই ছাত্রলীগ খুন-খারাবী, ধর্ষন-চাঁদাবাজীতে লিপ্ত। যে ব্যাপারে লিখতে চাইছিলাম। চবিতে পড়ে কিন্তু ব্ল্যাক জুয়েলকে চিনেনা এমন কাউকে হয়তো পাওয়া যাবেনা।

কে এই ব্ল্যাক জুয়েল?? পঞ্চম ও অষ্টম শ্রেণীতে 'ট্যালেন্টপুল বৃত্তি', এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 'স্টারমার্ক' নিয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় রেকর্ড নম্বর অর্জন। এর পর দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে গ্রেপ্তার, ছয় মাস পর জামিনে মুক্তি, বিশ্ববিদ্যালয় থেকে দুই দফায় বহিষ্কার, ছাত্রত্ব বাতিল এবং সর্বশেষ খুনের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাবাস। এমনকি বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির ব্যাপারে রয়েছে একাধিক অভিযোগ। এই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জাহেদুল ইসলাম জুয়েল ওরফে ব্ল্যাক জুয়েলের (২৮) শিক্ষা জীবনের সংক্ষিপ্ত বৃত্তান্ত। গত কয়মাস আগে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্রসহ জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

জুয়েল স্বীকার করেছে, সে কিংবা তার পরিবার এই জীবন চায়নি। দলীয় নেতারা তাকে 'ইচ্ছামতো ব্যবহার' করায় আজ তার এই করুণ পরিণতি। ব্ল্যাক জুয়েল জানিয়েছে মেধাবী ছাত্র থেকে সে কিভাবে সন্ত্রাসী হয়েছে। তবে এ জন্য সে ছাত্রলীগ নেতাদের দায়ী করেছে। জুয়েল জানায়, ২০০১-২০০২ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে সে।

সাহসী ভূমিকার কারণে অল্প সময়ে নেতাদের নজরে পড়ে যায়। বিশ্ববিদ্যালয়ে শিবির ও ছাত্রদলের আধিপত্যের মধ্যেই তার নেতৃত্বেই মিছিলসহ নানা ধরনের কর্মসূচি পালন করত ছাত্রলীগ। কাউকে হুমকি দেওয়া কিংবা কাউকে মারধর করতে হলে নেতারা জুয়েলকেই পাঠাত। আর এভাবে জুয়েল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সন্ত্রাসীদের একজন। জুয়েল নিজেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেনের অনুসারী বলে দাবি করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.