কান্না ভেজা চোখে প্রাপ্তি আকাশের দিকে তাকিয়ে থাকে । আকাশটাকে তার বড্ড স্বার্থপর মনে হয় !কেমন নিজের মতো করে সেজেছে !আজকের আকাশটা একটু বেশী নীল মনে হয় তার । তার কষ্ট গুলো চুষে নিয়ে কি এমন নীল হয়ে গেছে ?মনটা কিছুটা শান্ত হয়ে আসে ।
আজকের সকালটা খুব বাজে ভাবে শুরু হয়েছিল প্রাপ্তির । ফাহিম ইদানিং একটু বেশী রাগারাগি করে ওর সাথে ,ওকি বুঝেনা এই সময় মেয়েরা কতটা অসহায় বোধ করে ?একটু বেশীই অভিমানি হয়? আবারো মা হতে চলেছে ও ।
তিন বছরের প্রত্যয়,ননদ.শ্বাশুড়িকে নিয়েই ওর সংসার । শুরুটা ভালই হয়েছিল ,ফাহিমের উপচে পড়া ভালবাসায় কোন ঘাটতি ছিলনা । মা বাবা সবাই কে ছেড়ে নতুন সংসারে মানিয়ে নিতে তাই বেশি বেগ পেতে হয়নি । ওরা দুজন স্বপ্ন দেখতো দুটি ফুটফুটে দেব শিশুর । ছেলে হলে প্রত্যয় মেয়ে হলে প্রত্যাশা ।
সেই প্রত্যয় আজ আধো আধো কথায় মাতিয়ে রাখে সবাইকে । এখন প্রত্যাশার জন্যই অপেক্ষা !
ওর শরীরটা বেশ কিছুদিন খুব একটা ভাল যাচ্ছিলনা .কিন্তু ফাহিমের সেদিকে কোন খেয়াল ই নেই .অনেক রাত করে বাড়ি ফেরাটা ওর রুটিন হয়ে গেছে যেন .ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা থাকলেও ওর সময় হয়ে উঠেনা । এই নিয়ে প্রাপ্তি রাতে কথা উঠালে উল্টো ওর সাথে রাগারাগি করে বলে "আমাদের মা দাদিরা কোন ডাক্তারের কাছে গিয়েছিল ?সারাদিন ডাক্তার ডাক্তার কর কেন ?
কিচ্ছু না বলে সারারাত কেঁদেছিল ও.ফাহিম ও সকালে কিছু মুখে না দিয়েই .ওর কোন খোঁজ না নিয়েই বেরিয়ে যায় । সেই থেকে ও শুধু কাঁদছে । সারাদিন কিছু খায়ওনি .গোসল ও করেনি ।
মনটা একটু শান্ত হলে ও গোসল করতে যায় । হঠাত্ মাথাটা কেমন ঝিমঝিম করে উঠে । চোখে আঁধার দেখে ,বেঁহুশ হয়ে পড়ে যায় সে .কতক্ষণ এভাবে ছিল মনে নাই তার । যখন হুঁশ হয় নিজেকে হাসপাতালের বেডে আবিস্কার করে .চোখ না খুলতেই অনুভব করে তার প্রত্যাশা তাকে ছেডে চলে গেছে !তার আর প্রত্যাশার জন্য অপেক্ষা করতে হবেনা !দুর আকাশের ছোট্ট তারাটি হয়ে তাকে যেন ডাকছে বার বার "চলে এসো মা .মায়াহীন পৃথিবীটা তোমার জন্য নয় ! প্রাপ্তি একটি বার চোখ মেলে প্রত্যয় কে খুঁজে .চলে যায় প্রত্যাশার কাছে !একটি বারের জন্য ও তার মনে হয়না ছোট্ট প্রত্যয় কার বুকে মাথা গুঁজে ঘুমাবে ?
আকাশটা কি প্রাপ্তি ও প্রত্যাশার জন্যই এমন রঙ্গিন সাজে সেজেছিল ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।