আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপ্তির আনন্দ

সকল প্রশংসা মডারেটরদের

কখনও কখনও মনে হয়, কেউ আসেনা আমার কাছে- না স্বপ্ন, না ঘুম, না মৃত্যূ। সপ্নের জগৎ থেকে বের হয়ে বাস্তবতার যখন সম্মুখীন- ঠিক তখন অগোচরেই মনে হয়," না পাওয়ার যন্ত্রনাই-প্রাপ্তির আনন্দ"। সেই প্রাপ্তিটুকু নিয়েই ভালো থাকার চেষ্টা করতে হয় স্বার্থপরের মত জীবন বহতা নদী হয়ে বয়ে যায় নীরবধি। একটা সময় ছিল বিশ্বাস অঝোর ধারার বৃষ্টির মত ঝরত, বিশ্বাসের প্লাবনে সাতঁরানো যেত। সে কি উথ্থাল মুক্তির চরম আনন্দ। ছোট্ট কাঠের বাংলো ঘর তুলতে চেয়েছিলাম সাদা ধপধপে মেঘের রাজ্যে। সেটা সপ্ন ছিল, সেই স্বপ্নটাকে ভেঙ্গেচুরে বাস্তবতার চরম কষাঘাতে নির্দয় আকুতি হয়েছিলো এরকম যে- আমরা হব অতি সাধারন,"তুমি আর আমি।" সেই দিনটিও কি শেষ হলো তব- একটি নতুন পৃথিবী জন্ম দেওয়ার প্রত্যাশায় আবার এগিয়ে যাই। তখন আর স্বপ্ন দেখিনা, কাজ করি তোমাদের জন্য- এটিও তো নিজের জন্য বাঁচা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।