আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপ্তির জন্য ভালবাসা

পরিসূদ্ধ হবো, উন্নত হবো, সুন্দর হবো

আগামীকালই (18 ই জুন) তো প্রাপ্তির জন্য আয়োজিত আমাদের বিশেষ দিন, সৌজন্য প্রীতিভোজ (Charity Breakfast)। কি অভূতপুব সাড়া আমরা পেয়েছি সিডনী বাসী বাংলাদেসীদের কাছ থেকে। পাবনাই বা কেন। প্রাপ্তিই তো আমাদের পিছনে ফেলে আসা বাংলাদেশ। ওর মুখের হাসিই তো বাংলা মায়ের হাসি।

ওই হাসি কে চিরজ্জিবীত-অম্লান করে রাখার দায়িত্ব তো আমাদেরই। আপনারা তো আসবেনই, আপনাদের বন্ধুরা যাঁরা জানেন না তাদের কে ও বলবেন। আমি নিশ্চিত, ওঁদের বুকেও আছে প্রাপ্তির জন্য অফুরন্ত ভাশবাসা। আমরা সবাই সকাল 9 টা থেকে দুপুর 1 টা পযন্ত Glenfield Community Centre এ থাকব। এটা Railway Pde এবং Salisbury Ave এর কোনায়।

আমাদের সাথে থাকবেন বাংলাদেশ থেকে আসা নাট্যদলের সদস্যগন, তারাও আমাদের সাথে একাত্ব। মামুনুর রশিদ, মাহফুজ আহমেদ, তুষার খান, তমালিকা কমকার, চঞল চৌধুরী, রূবলী চৌধূরী ও ফয়েজ জহির থাকবেন আমাদের সাথে। আপনারা ওঁদের "মানুষ" নাটক দেখেছেন, আসুন না দেখি, চঞল চৌধুরীর কণ্ঠে শুনা যায় কিনা "মানুষ মানুষের জন্য ....." । চেষ্টা করবেন, যাতে সকালেই আসতে পারেন। আমরা প্রথমেই প্রাপ্তির জন্য দোয়া করব।

"আল্লাহ ওকে দীঘ জীবন দান করুন। আপনাদের কিছু জানার অথবা জানানোর থাকলেঃ মেইল - ফোন - 0422 086 942 ভাল থাকুন। আগামীকাল দেখা হবে - ইনশাআল্লাহ। মোস্তাক প্রধান (Please excuse my Bangla spelling)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।