অফিস থেকে ফিরে আসার পর থেকেই প্রশ্নে প্রশ্নে জর্জরিত আমি ঃ
প্রাপ্তি ঃ আমার জন্য কি আনছো ?
পু ঃ কিছু আনি নাই তো বাবা
প্রাপ্তি ঃ কেন আন নাই ?
পু ঃ রাস্তায় অনেক জ্যাম ছিল তো , তাই গাড়ি থামাইতে পারি নাই ।
প্রাপ্তি ঃ কেন জ্যাম ছিল ?
পু ঃ অনেক গাড়িতো , সেই জন্য
প্রাপ্তি ঃ কেন এত গাড়ি ?
পু ঃ তুমি এত প্রশ্ন কর কেন ?
প্রাপ্তি ঃ একশবার কব্বো
পু ঃ বাবা আমারে তুমি মাফ কইরা দেও
প্রাপ্তি ঃ না দিবো না , বল তুমি কেন আমার জন্য কিছু আনো নাই ।
পু ঃ আমার ভুল হইয়া গেছে বাপ । নে , আমার ব্যাগে যা আছে সব তোর , এইবার যা খুশি কর ।
তিনি মহা খুশি । আমার ব্যাগের যাবতীয় পদার্থ বাইর কইরা , ছড়াইয়া ছিটাইয়া মহা আনন্দে আছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।