খবরটা শুনে প্রচন্ড ঝড়ে বিধ্বস্ত ফুলের মতো চুপসে গেল শিউলি ।রেজাল্ট ভাল হওয়ার পরও পড়াশুনা বন্ধ হওয়াটা মেনে নিতে পারেনা সে কিছুতেই।প্রতিষ্ঠিত হয়ে জীবনে বৈচিত্র আনার স্বপ্নটা স্বপ্নই থেকে যায় !অদৃশ্য ঝড়ে বিধ্বস্ত স্বপ্নের কথা ভেবে ভেবে মানসিক ভারসাম্য হারায় একসময় !দৃশ্যপট পাল্টে যায়।পরিবারের সদস্যদের কাছে অবহেলা ও করুণার পাত্রী হয়ে যায় সে .কিছুটা সুস্থ হলে অশিক্ষিত এক মাঝবয়সীর সাথে বিয়ে দেয়া হয় তাকে ।স্বপ্ন ও বাস্তবের এতটা ফারাক ওকে আবারো প্রতিবন্ধীদের খাতায় নাম লেখাতে সাহায্য করে ।অনেক দিনের লালিত স্বপ্নতরীগুলো অদৃশ্য ঝড়ের কবলে পড়ে একে একে ডুবে যায় !নিজ বাড়িতে ঝি এর মর্যাদাই হয় তার শেষ নিয়তি !বন্ধুদের দেখা পেলে এখনও সে পড়াশুনার কথা বলে ।মাঝে মাঝে তাকে দেখা যায় কাপড়ে মাথা ঢেকে সাধুদের মতো বিড় বিড় করতে.চোখে সন্ধানি দৃষ্টি !হয়তোবা তার হারানো স্বপ্ন দের খুঁজে বেড়ায় .ডাকে একান্ত ভাবে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।