কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
কত বৃষ্টি পেলে তুমি শস্য দেবে ধরনী
কত রক্ত দিলে তুমি ফিরিয়ে দেবে পূণ্যভূমি
কত ভয়ংকর চিৎকারে ভাঙ্গবে তোমার ঘুম
কত প্রবল আহ্বানে ছুটে যাবে মুসলিম তুমি;
সাহায্যে ভ্রাতাদের
মৃত্যু তুফানে ধ্বংসিবে ঐ হন্তারকেদের।
জড়াজড়ি করে লুকাচ্ছে দেহ যমীনের ফাঁকে ফাঁকে
দেখ আত্মারা ঐ ছুট্ছে ঊর্ধ্বাকাশে;
পঙ্গু, খঞ্জ, অন্ধ, বধির চলছে পথের বাঁকে
শিশুর কান্না শ্রোতা খুঁজে ফেরে সে দহিত বাতাসে।
মানচিত্র জ্বলে দাউ দাউ আগুনে
ফুলেরা ফোটে না বিষন্ন ফাগুনে,
আসে না নতুন পাতা বারুদীয় বসন্ত জুড়ে
গ্রন্থাগারের শব্দেরা মৃত ইতিহাস পুড়ে পুড়ে।
জলধারা সেথা রক্তরঙিন; বিলুপ্ত ধূসরতা
জ্বালাময়ী বায়ু হারিয়েছে নির্মলতা,
দিবসে বহে না দখিনা পবন
রাত্রি নিশিথে রচে না স্বপন;
হায়! নিমগ্ন প্রবণতা
ধ্বংস নিনাদে আসে না সে ব্যাকুলতা।
আত্মার দুয়ারে কড়া নেড়ে নেড়ে ক্লান্ত এ দেহ মন
সুবাসী বাতাসে
মুক্ত আকাশে
সুখী অঞ্চল নিবাসী হে ভ্রাতাগণ!
তোমরা রচিও পৃথিবীর সুন্দর
দুনিয়া-কয়েদী দিন শেষে মোরা ছেড়ে যাব বন্দর
তোমাদের বালাখানা
অম্লান হোক সময় হিসেবে সুদীর্ঘ অজানা।
পূণ্য জীবনে
সফল মরণে
যদিবা কখনো মনে পড়ে এই বঞ্ছিত আমাদের
কিঞ্চিত কথা বলিও 'রব'-এর দরবারে
'এক দেহ' আর বেঁচে নেই হেথা চলে গেছে পরাপারে
এক কালেমা ও এক কিতাবের এক জাতি তোমাদের।
শুনে রাখ ওহে ভূ-স্বর্গবাসী ছিন্ন আত্মাধারী
যুগের সাগরে বানিয়েছি খেয়া এ বুকের পাটাতনে
ইসলাম র'বে অম্লান হেথা রক্তীয় তুফানে
মজলুম হাসে দেখে তোমাদের বিলাসীয় মহামারী।
প্রশান্ত ইবরাহীমেরা হাসে নমরূদের আগুনে
পরম প্রিয় 'রব'-এর ভালবাসায় অনন্ত ফাগুনে।
২২-২৩.০৩.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবি সংগৃহীত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।