^^^^^^^^^
শৈরাচারের কোলে জন্ম নেয়া,
প্রেমহীন মিলন অথবা
এই নষ্ট শহরময় ময়লাধারে
বাপ-মায়ের উদাসী উচ্ছিস্টের
মত ছুঁড়ে দেওয়া কোন এক পথ শিশু।
কোন প্রজন্ম নেই যেন তার,
নেই কোন স্বাধীন স্বপ্ন।
নেংটা কালেই তাকে দিয়েছিল
গণতন্ত্রের আশ্বাস, উত্তাল নব্বই
আর একুশ শতকের মিথ্যে স্বপ্ন।
রাস্তায় সেদিন সেও ছিল,
অস্পষ্ট উচ্চারনে বলেছিল,
"শৈরাচার নিপাত যাক"-
মূল্যহীন পথশিশু।
তার জন্মের সেই পথ আর নেই-
রাজপথ, নয়তো ঘিঞ্জি গলি।
বিংশ শতাব্দী সেই কবেই গত
এপথে শুধুই ধুলি
পড়ে আছে একুশ শতকের স্বপ্নেরা।
এখানে সে ব্যবহৃত হয়, বা ব্যবহার করে
নিজেই নিজেকে
কোন একদলের পাঁচ আঙ্গুলের নখে
ক্ষতবিক্ষত করতে।
একদল কালো আবরণে খেলে যায়
আধুনিক গেম কনসোলে
চমৎকার শুটিং গেমস
এখানেও সেই শিশুরা মরে
প্রতিবার, প্রতিস্টেজে, প্রতি লাইফে
একই কাহিনী-
তারা গেলে যায় চিট কোডে-
'গড মুডে' নিজেরা মরেনা।
কিছুই বদলায়না, শুধু শেয়ালে কুকুরে খায়
লাশ- পথ শিশু।
তারপরও উপরওয়ালারা স্বপ্ন দেখায়
দিবাস্বপ্ন, রাত্রিকালীন মধুর স্বপ্ন
একজন সে নিঃশব্দে বলে যায়
"কতদিন ঘুমাইনি, ঘুম
-আমার আবার স্বপ্ন!"
কান্না, চারদিকে
বোবা কান্না, মড়া কান্না, ক্ষুধার্তের
দুর্বল হৃদপিন্ডের শব্দের কান্না-
কান্নার নামই তো, 'একুশ শতক'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।