বুকের ভেতর বহু দূরের পথ...
ইবুকের প্রচ্ছদ
সম্মানিত সামু ব্লগারগন,
আপনারা জানেন যে আপনাদের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গী করে টিম প্রতীতি আবারও প্রকাশ করতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক ই-বুক এক মুঠো চলচ্ছবির দ্বিতীয় সংখ্যা। গত ২ অক্টোবর প্রতীতি প্রকাশনীর পক্ষ থেকে চলচ্চিত্র বিষয়ক ই-বুক 'এক মুঠো চলচ্ছবির' দ্বিতীয় সংখ্যা প্রকাশের ঘোষণা দিয়ে সামুতে একটি পোস্ট দেওয়া হয়েছিলো। এরপর থেকেই আমরা ব্লগারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সম্মানিত ব্লগারদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।
আমরা ইতোমধ্যে ইবুকটির একটি প্রচ্ছদ পরিকল্পনা করেছি।
ইবুকের প্রচ্ছদের ডিজাইন করেছেন সাইফুজ্জামান খালেদ ভাই। আমরা প্রচ্ছদের ব্যাপারে সম্মানিত ব্লগারদের সুচিন্তিত মতামত ও পরামর্শ চাইছি। এবারের সংখ্যাটি আমরা অকাল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীরকে উৎসর্গ করতে চাইছি। এ ব্যাপারেও আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি।
সম্মানিত ব্লগারগণ আর দেরি না করে আপনাদের কিছু ভালো লাগা দেশি-বিদেশি সিনেমার রিভিউ; সিনেমা সম্পর্কে আপনাদের মুগ্ধতা, ভালোলাগা, সমালোচনা; সিনেমার প্রিয় কোনো গান কিংবা আপনার প্রিয় কোনো সিনেমা পরিচালক বা কোনো বিশেষ অভিনেতা- অভিনেত্রী বা জুটি, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সিনেমা নিয়ে আপনার স্মৃতিকথা, রম্য মোটকথা চলচ্চিত্র সম্পর্কিত যে কোন বিষয় সম্পর্কে লেখার লিংক দিন তাড়াতাড়ি।
আগ্রহী ব্লগারদের আগামী ৩০ ডিসেম্বর ২০১১ এর মধ্যে এই পোস্টে লেখার লিংক জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অথবা মেইল করতে পারেন এই ঠিকানায়-
আপনাদের সহযোগিতা পেলে আর সব কিছু ঠিক-ঠাক থাকলে আমরা আগামী ফেব্রুয়ারি মাসে ইবুকটি প্রকাশ করতে পারব বলে আশা করছি। ইবুক প্রকাশনাটিকে স্মরণীয় করে রাখতে প্রতীতি টিম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১২ কে বেছে নিয়েছে। ইবুকটি হয়ত পূর্ণাঙ্গ বই আকারে এবারের বইমেলায় প্রকাশ করা সম্ভব হবেনা। কিন্তু ভাষার মাসে ইবুকটি প্রকাশিত হলে ভার্চুয়াল জগতেও বইমেলার আমেজটিকে ধরে রাখা সম্ভব হবে বলে টিম প্রতীতি মনে করে।
চলচ্চিত্র অনুরাগীদের দুর্দান্ত সব লেখায় ই-বুকের দ্বিতীয় সংখ্যাটি আরো জমজমাট হবে এই প্রত্যাশায়....
সবাইকে ধন্যবাদ। শুভ ব্লগিং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।