আমি ধর্মভীরু - একাকী ঘরে থেকে প্রদীপের সল্তেটা বদলাই, সন্ধাতারা তুমি ক্লাসের পেছন বেঞ্চে আমি উল্টো পাশের ডানদিকে তোমার পরিচয়ে মানতাম নিদারুন আহ্লাদি স্নিগ্ধ বিশ্বাস, অনির্ণেয় এক স্বত্বার মাঝামাঝি। . . . আমরা ছিলাম ক্রমেই বেড়ে ওঠা পেরিয়ে যাওয়া বর্ষপঞ্জী। তাই একসময় দূরে পরিমাপহীন দূরত্বে। . . . তুমি নিশ্চুপ কনা আমি অন্ধকারের বিমূর্ত শিখা। হারিয়ে খুঁজি নিজ পাটাতনে কালকের সব আলোকবর্তিকা। তুমি স্বনির্ভরসম এক আস্থা আমার সম্পর্কের অপরিবর্তনীয় চলন্তিকা। . . . সন্ধা শোনো... তুমি অথৈ জলে ডুব দাও দিয়ে ভালো থাকতে পারো কিন্তু আমি ধুমকেতুর পিছুপিছু নিয়তিকে নিয়ে খেলি নিয়তির ছোট পাখিটার ছবি তুলি। রাত ১০ টা ৩৩ মিনিট। ১৬/১০/২০১০ ব্যাকার স্ট্রিট, লন্ডন, ইংল্যান্ড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।