আমাদের কথা খুঁজে নিন

   

তারার সাথে কথোপকথন

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

রাতের ঐ শুকতারা ঈর্ষা করে আমায়- জ্বলতে থাকে অভিমানে, পরাজয়ের আভা নিয়ে; কি অবুঝ তুই ভেবে দেখ্ একবার! রাতজাগা তোকে তবু রাত-শেষ হলে পরে ভোর ঢেকে দেয় আলোর চাদরে, আমি যে নিদ্রাবিহীন.. ক্লান্ত দিবা-নিশি, আমায় কে বাঁধে ভালোবাসার আদরে? তোকে সঙ্গ দেবে হাজার হাজার তারা, আমার সঙ্গী হবে কে বল্? কেউ তো দেখল না মনের আকাশে মেঘ, রাতভর নেমে আসা কষ্টের ঢল? তুই তো দেখাতে পারিস হৃদয়ের জ্বালা সব মিটমিট করে ঐ মধ্য আকাশে, কি করে দেখাই আমি ব্যাথার ক্রন্দন এই বুক জুড়ে থাকে রাতের আবেশে? এ্যাই অবোধ, জেনে রাখ্, কষ্টের বেলাভূমে আমি বড় একা- তুই নোস্, তোর তরেই.. আমার যত ঈর্ষাকাতরতা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।