রাতের আকাশে তারার মেলা দেখে বিস্ময় জাগাটাই স্বাভাবিক।
অসংখ্য তারার আলো রাতের কালো আকাশকে করে দৃষ্টিনন্দন। এসব তারার অনেকগুলোরই রয়েছে আলাদা আলাদা নাম। তাদের নিজস্ব পরিচয় জেনে অনেকেই মুগ্ধ হয়ে তারা দেখে থাকেন প্রতি রাতেই। জনপ্রিয় তারার মধ্যে রয়েছে টি টাওরি তারা, প্রোটো তারা, পরিণত তারা এমন আরও অনেক।
প্রথম ধাপেই বলতে হয় প্রোটো তারার কথা। কোনো গ্যাসের বড় মেঘ থেকে প্রথমে কিছু মেঘ আলাদা হয়ে যায়। এরাই তৈরি করে প্রোটো তারা। পরবর্তীতে প্রোটো তারা রূপ বদলে আলোকিত হয়ে ওঠে টাওরি তারা। টি টাওরি তারা হলো প্রোটো তারা এবং পরিণত তারার মধ্যবর্তী অবস্থা।
পরিণত হওয়ার আগে টি টাওরি অবস্থায় তারারা প্রায় ১০ কোটি বছর থাকে। তবে অনেকে লাল বামন তারার প্রশংসাই বেশি করেন। কারণ এদের সংখ্যাই মহাবিশ্বে সবচেয়ে বেশি। এরাও পরিণত তারাদের মতোই উজ্জ্বল। কারণ এদের ভেতরেও ফিউশনের মাধ্যমে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়।
তবে তাপমাত্রা কমে যায়। এ জন্য এদের দেখতে লাল দেখায়। এমন বহু তারা রয়েছে, রয়েছে দৈত্য তারাও। এরা মহাবিশ্বের সবচেয়ে বড় আকৃতির নক্ষত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।