ভালো লেখা লিখতে চাই। সমস্যা হল ভালোর সংজ্ঞা নিয়ে। দেখা যাক......... বোকার মতো পক্ষ ধরে, মরবো কেন খাদে পড়ে? ভেদাভেদের নীতি ভুলি, আমার পথেই আমি চলি। পক্ষ যেন লক্ষ লক্ষ, আমি সদাই নিরপেক্ষ! করলো চুরি হারুর ছেলে, পাগলা কানু ধরে ফেলে। কাঁদলো কানু পায়ে ধরে, দাও না দাদা, বিচার করে। কিসের বিচার, কিসের সাক্ষ্য? জানিস, আমি নিরপেক্ষ? ফুলির সাথে প্রেম করেছি, দুলির ঘরেও দাঁও মেরেছি। বিপদ এখন ওদের নিয়ে, বলছে দেখো করতে বিয়ে? বুঝলো না কী আমার লক্ষ্য, আরে, আমি তো নিরপেক্ষ! সরকারী দল করি আমি, সফল হয়ে তবেই থামি। চাকরি পেলাম আপায় ধরে, প্রমোশন দেন ম্যাডাম করে। ক্যামনে বাছি একটা পক্ষ? আহা, আমি তো নিরপেক্ষ! ঠিক-বেঠিকের বিচার করে, পারলে তোরা যা না মরে! আমার কি আর অমন বোকা! খেয়ে যাব শুধুই ধোঁকা? নিই না বেছে কোন পক্ষ, আমি যে ভাই নিরপেক্ষ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।