রংপুর
যখন বাবার চোখের সামনে মুনির পুড়ে মরে , একের পর এক নিরীহ জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারে তখন তাদের বিবেক জাগে না ! যখন যেখানে সেখানে যানবাহনে পেট্রল বোম মারে, নির্বিচারে ভাংচুর চালায় তখন তাদের বিবেক জাগে না !
বিশ্বজিত ইস্যুতে বিপ্লবী হলেও যখন সারাদেশসহ সাত্ক্ষিরাতে একের পর এক আওয়ামীলীগ নেতা কর্মীকে হত্যা করা হয় তখন তারা ওহ আহ করে মুচকি হাসে !
যখন মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া হয় , বাবার কলে শিশুসন্তান পুরে ছারখার হয়ে যায় তখন তাদের বিবেক ঘুমিয়ে থাকে !
যখন আন্দোলনের নামে ঢাকাসহ দেশ জুড়ে সবুজ গাছ কেটে উজার করা হয় , শহীদ মিনার ভেঙ্গে ফেলা হয় , জাতীয় পতাকা পুড়িয়ে ফেলা হয় এমনকি ধর্মের নামে কোরান শরিফ পোড়ানো হয় , বাচ্চাদের পরীক্ষার সময় দিনের পর দিন হরতাল দেয়া হয় , এক কোথায় দেশকে ধংশস্তুপে পরিনত করা হয় তখন তাদের বিবেক কোথায় থাকে জানিনা তবে ওদের বিবেক জেগে উঠে তখনই যখন সমাবেশের নাম নৈরাজ্য করার অনুমতি দেয়া না হয় ! এরা হচ্ছে আমাদের দেশের নিরপেক্ষ সুশীল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।