রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
নিরপেক্ষ বলে এই পৃথিবীতে কিছু নেই। হয় আমি এই পক্ষে, না হয় ঐ পক্ষে। যারা বলে তারা নিরপেক্ষ, তারা ভুল বলে, মিথ্যা বলে, নায় তারা জানেই না তারা কি বলে।
সবাইকেই বলি-'দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো তুমি?- কোন পক্ষে যাবে?'
আমি নিরপেক্ষ নেই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে।
আমি ধর্ম নিরেপক্ষতার পক্ষে, আমি প্রগতির পক্ষে।
নিরপেক্ষতার নামে সব কিছুর সহাবস্থান যারা কাম্য করে হয় তারা অবুঝ, অথবা তারা ধাধান্দাবাজ, অথবা জ্ঞানপাপী।
কর্তৃপক্ষ যাদের ব্যান করেছে আমি তাদের পক্ষে।
আমার পক্ষে দাতাল শুয়োরের পক্ষে সহাবস্থান করা সম্ভব না।
আমি আমার যুদ্ধ চালিয়েই যাবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।