আমাদের কথা খুঁজে নিন

   

আমি নিরপেক্ষ নই

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই আমার এক বন্ধু ফেসবুকের ইনবক্সে জানিয়েছে আমি নাকি নিরপেক্ষ নই, আমি শাহবাগ আন্দোলনকারীদের পক্ষে বলছি- যা কিনা আওয়ামীলীগের মঞ্চ। আমি বাজি ধরে বলতে পারি আওয়ামীলীগ জামাতকে নিষিদ্ধ করবেনা, করবে এই অনলাইনে বসে থাকা তরুণেরাই। আমি কিভাবে বিএনপির হয়ে কথা বলবো? তারা তো জামাতের লেজ হয়ে গিয়েছে! আর এই লীগ তলে তলে ভোটের হিসাবেই মশগুল।

ওহে মুমিন, ব্লগারগো এত্ত সস্তা ভাইব্বোনা। তেনারা লীগ করেনা, বিম্পি করেনা-তেনারা আপ্নের মতন নিরপেক্ষ না যারা জামাইত্তাগো বিরুদ্ধে একটা পোস্ট দিয়া ভাবে নিরপেক্ষতার লইগ্যা বিম্পির পক্ষে একখান পোষ্ট দেওয়ান লাগব। হ মুমিন, আমরা নিরপেক্ষ না, মাগার স্বাধীনতার পক্ষের লোক। মুক্তিবাহিনীর পক্ষ একটাই। মনে রাইখো, জয় বাংলা লীগের সম্পত্তি না।

(বি:দ্র: আমার নিক লইয়া যাগো ধর্ম শুড়শুড়ি করে, তেনাগো জিগাই, বাংলা নামে নিক না থাকা মানেই কি মুমিন-মুসলমান? ধর্ম কি খালি নামকরন দিয়াই হয় নাকি আল্লার দরবারে ঈমানের পরীক্ষায় হয়?) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।