আমার পংতি নয়, চেকবই তার আরধ্য।
জীবনের সব বিলাস সাজানো মুদির তাকে।
তাকে পেতে আমার চেকবই, মইয়ের মত
ধাপে ধাপে পৌঁছে দেয় পাওয়ার স্বর্গে।
উড়ুর ফাঁক ঘষে জ্বালাই ভালবাসার আগুন!
কে বলে এর নাম প্রেম নয়!
দারকিলা খুব গেঁও, ভদ্র মাছের নাম সিলভারকাপ,
বৈচা, চাঁদা, টাকী
পুরুষের মাথার টাকের মত!
মায়ের স্তন, যার যৌনমূল্য নিতান্ত
তবে হয়েগেলে কিছু করার নেই।
ধুর আমি বড্ড সেকেলে!
গীটারের তারে, চুলে বিলি কাঁটার মত
যুবকের আঙ্গুল চালনা দেখে, কাম ভোধ করিনা।
আমি আধুনিক হতে পারলামনা!
রাণীর প্রাসাদ ষড়যন্ত্রে ক্ষুব্দ হই,
অথচ রাজ্য এভাবেই চলে!
সব ঘটনার বিশ্লেষণ আমার নখদর্পণে,
বিশ্লেষণ কাগজে ছাপাই।
আমার কাজ শুধু বিশ্লেষণ।
প্রতিবিধান বিপ্লবিদের জন্য জমা থাকে।
নিরাপদ দূরত্বে থেকে আমি
একটা বিপ্লবের বস্তুনিষ্ঠ বর্নণা দিতে চাই।
বিপ্লবী হলে আমার কলম, নিরপেক্ষ আস্ফালনে নাঁচবেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।