আমি একটা পাগল জঙ্গীর প্রতিশব্দ হচ্ছে যোদ্ধা
দাড়িঁ রাখলে নয় বৃদ্ধা!
শব্দকে নষ্ট, অজ্ঞের ব্যাধি
ব্যঙ্গ ব্যবহারে বাড়ছে ক্রোধী।
আলাদা হতে পারে চেতনা
দৃষ্টিভঙ্গি, যুক্তি পার্থক্য কল্পনা।
একশব্দ দুবার ব্যবহৃত... দ্বিরক্ত
মুদ্রাদোষে' বক্তব্যে জনসমষ্টি বিরক্ত।
জন্মসূত্রে আমি মাতৃভূমিতে স্বাধীন
নিরপেক্ষ সে যে উদাসীন।
যুবক-যুবতীর মিলনে, জন্ম
ছড়িয়ে মানুষ পৃথক প্রজন্ম।
ভাবাদর্শগত বোধে ভিন্নতার পৃথিবী
ভূখন্ড বিভক্তে প্রত্যেকে আজনবী।
আমার চিন্তার হয়েছে বিবর্তন
মিথ্যে হতে করেছি প্রত্যাবর্তন।
ভুলোকের বুকে শান্তির বীর
শক্তি সাহসে গঠিত শিবির।
অভদ্র লোকের বুলি মন্দ
আতঙ্গ ঘরে-পথে সন্দ।
ফুলের সুবাস অদৃশ্য ঘ্রাণ
নিখুত উক্তি বিষেশ জ্ঞান।
রাজার রাজধানী, অধীনস্থ প্রজা
দুর্বলের মাশুল আর সাজা।
স্বদেশের ক্রন্দন, সুযোগ দুষ্টের
বহুবার এনেছে দুঃখ উপমহাদেশের।
৭১ শাসকের স্থলে বর্তমান
অনাকাক্ষিত ঘটনায় হাড়াচ্ছে প্রাণ।
সত্য বলো কতটুকু সত্য
অবগত কি নিজের দায়িত্ব।
উত্তেজনা পরিহার, মৌলিক অপরিহার্য
পূরণ কর স্বীয় কার্য।
শূন্য একক, শূন্য দশক
শূন্য শতক... দর্শন সম্যক।
অসহায়, অক্ষম শিশু-বৃদ্ধা
সময় মত হয় সন্ধা।
আরবী ভাষা বুঝে না
পালটে গেছে কারো ধারণা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।