কিশোরগঞ্জের সোনালী ব্যাংক থেকে সুরঙ্গ খুঁড়ে প্রায় সাড়ে ১৬ কোটি লুটকারী হাবিবুর রহমান ওরফে সোহেলের স্ত্রী মহিমা ২ লাখ ৫০ হাজার টাকাসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন।
আজ বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশের একটি সূত্র বাংলামেইলকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মহিমাকে আটক করে। এসময় তার কাছ থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।