কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে টাকা লুটের ঘটনার মূল নায়ক সোহেল ওরফে ইউসুফ মুন্সীর মামাশ্বশুর সিরাজউদ্দিন ভূইয়াকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের পর তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করলে বিচারক এস এম রাজিবুল হাসান সোমবার (২০ ফেব্রুয়ারি) রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু সোম ও মঙ্গলবার দুজন আইনজীবী মারা যাওয়ায় শুনানি পিছিয়ে বৃহস্পতিবার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজউদ্দিন ব্যাংক থেকে টাকা লুটের ব্যাপারে সোহেলকে প্ররোচনা দিয়েছিল বলে র্যাব জানায়। সিরাজের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চর পুমদি গ্রামে বলে জানা গেছে।
উল্লেখ্য, পার্শবর্তী বাসা থেকে সুড়ঙ্গ কেটে কিশোরগঞ্জ সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট হয়। ২৬ জানুয়ারি বিকালে বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের নজরে আসে। পরে ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শেখ আমানুল্লাহ বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
২৮ জানুয়ারি ঢাকা থেকে সোহেল ওরফে ইউসুফ মুন্সী ও তার ভাই ইদ্রিস মুন্সীকে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকাসহ গ্রেফতার করে র্যাব। হাইকোর্টের আদেশে মামলাটি বর্তমানে র্যাব তদন্ত করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।