সভা শেষে মোহামেডানের হকি কমিটির সভাপতি শফিউল্লাহ আল মুনীর বলেন, “হকি ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে আমরা কোনো ধরনের কার্যক্রমে অংশ নেবো না। এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। সিদ্ধান্তটার কোনো নড়চড় হবে না।”
মোহামেডানের কাউন্সিলর সাজেদ আদেল বলেন, “আমরা আগেই বলে দিয়েছি যে এই কমিটির অধীনে হকির কোনো কার্যক্রমে অংশ নেবো না। শুক্রবার সেই সিদ্ধান্তই নিয়েছি। বর্তমান কমিটির অধীনে হকির উন্নয়ন সম্ভব নয়।”
এই আন্দোলনে মোহামেডানের সঙ্গী অ্যাজাক্স ক্লাবের সহ-সভাপতি শামসুল বারী বলেন, “জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় এক ক্লাবের পাঁচ জন কর্মকর্তাকে কাউন্সিলর করার সিদ্ধান্ত সঠিক ছিল না। এর ফলে আমাদের প্রতিপক্ষ লাভবান হয়েছে। কিন্তু হকি এগিয়ে যাওয়ার বদলে বরং পিছিয়ে পড়তে চলেছে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।