আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় স্কুল হকির উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে কণ্ঠশিল্পী এসআই টুটুলের গাওয়া প্রতিযোগিতার থিম সং ‘শৈশব দুরন্ত হকিতে আনন্দ’ ছাড়াও ছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে পিএম পাইলট উচ্চ বিদ্যালয় ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ১-১ গোলে ড্র করে।

প্রতিযোগিতার উদ্বোধন করে লিয়ান্দ্রো নেগ্রে বলেন, “বাংলাদেশের হকির সামনে উজ্জ্বল সম্ভাবনা। এই ধরণের টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভা বেরিয়ে আসবে। তাদের ভালোভাবে পরিচর্যা করা হলে এক সময় তারা জাতীয় দলের জন্য সম্পদ হয়ে দাঁড়াবে।



এবারের স্কুল হকিতে ১০২টি দল অংশ নেবে। খেলা হবে ১০টি ভেন্যুতে। শনিবার উদ্বোধন হলেও প্রতিযোগিতা শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে, মাদারীপুরে। প্রথম পর্ব শেষে সেরা ২৯টি দলকে নিয়ে ঢাকায় ২৪ ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত পর্ব শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী এবং জাতীয় স্কুল হকি কমিটি ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.