আমাদের কথা খুঁজে নিন

   

থেমে নেই হকির পথ চলা

দেশের হকির ভবিষ্যৎ নিয়ে সচেতন ক্রীড়ামোদীরা শঙ্কিত। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ এক মহল হকিকে অস্থির করে তুলেছে। বর্তমান নির্বাচিত কমিটি বিলুপ্তি না হলে তারা কোনো কর্মসূচিতে অংশ নেবে না ঘোষণা দিয়েছে। সাতদিনব্যাপী দলবদল চললেও তারা সেখানে অংশ নেয়নি। সবচেয়ে বিস্ময় লাগছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের কাণ্ড দেখে।

হকিতে আন্দোলন বা দ্বন্দ্ব নতুন কিছু নয়। তারপরও হকির কর্মসূচি থেকে কেউ দূরে থাকেনি। এবার মোহামেডান কিছু ক্লাবকে সঙ্গী করে ফেডারেশনের সব কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় সাদা-কালোর দলের ইমেজও নষ্ট হচ্ছে বলে অনেকে মন্তব্য করেন। শুধুমাত্র এক ব্যক্তিকে কেন্দ্র করেই এতসব আন্দোলনের ডাক।

কেননা ফেডারেশনের মর্যাদাকর এক আসনে তাদের পছন্দের এক ব্যক্তিকে বসাতে চেয়েছিলেন। নির্বাচন করতে সেই ব্যক্তি মনোনয়নপত্র কিনেছিলেন। শেষ পর্যন্ত সুবিধা হবে না দেখে তিনিও তার প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ক্রীড়াঙ্গনে নির্বাচনে এমন ঘটেই থাকে। কিন্তু খেলাকে অচল করে দেবে এই অপচেষ্টা হকিতেই দেখা যাচ্ছে।

যাক তারপরও থেমে থাকছে না হকির পথ চলা। একের পর এক কর্মসূচি দিয়েই চলেছে ফেডারেশন। মোহামেডানসহ আরও ক'টি ক্লাব অংশ না নিলেও দলবদলের কাজ সম্পন্ন হয়েছে। সুষুমভাবে শেষ হয়েছে যুব হকির আসর। সামনে জাঁকজমকভাবে স্কুল টুর্নামেন্ট মাঠে নামার অপেক্ষায় রয়েছে।

আগামী বৃহস্পতিবার ডাকা হয়েছে লিগ কমিটির জরুরি সভা। সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানালেন, এ বৈঠকে সম্ভবত ক্লাব কাপ ও প্রিমিয়ার লিগের তারিখ নির্ধারণ হবে। এর আগে ৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় দিবস প্রতিযোগিতা।

রহমতউল্লাহ বলেন হকি চলবে তার নিজের গতিতে।

কারো হুমকিতেতো কর্মকাণ্ড বন্ধ রাখতে পারি না।

তবে যারা আসছে না তাদের জন্য এখনো দুয়ার খোলা রয়েছে। রাজি থাকলে আমরা বিশেষ ব্যবস্থায় দলবদলের পথ খোলা রাখব। আমরা চাই দ্বন্দ্ব বা বিভেদ থাকুক কিন্তু হকিতে সবাই অংশ নিয়ে খেলাটি চাঙ্গা রাখুক।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।