I Love Honesty আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক নেতানেতৃ, বিশিষ্ট ব্যক্তিত্ব, সুশীল সমাজসহ বিভিন্ন ব্যক্তি সম্বন্ধে যেসব বেফাস হিংসাত্মক কথাবার্তা বলেন তা সত্যিই দুর্ভাগ্যজনক। একটা দেশের প্রধানমন্ত্রী যদি এরকম বেফাস কথা বলেন তাহলে দেশের জনগণ কি করবে। তাইতো আজ দেশের জনগণের এই অবস্থা। তিনি গতকাল প্রধানবিরোধী দল বিএনপির চেয়ারপার্সন সম্পর্কে এরকম হিংসাত্মক বেমানান কথা বলেছেন- তা হলো- বার্লিন, ২৩ অক্টোবর: ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে সমাধানে বিরোধীদল বিএনপি সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশ্যে বলেন, ‘সেই তো ফেলি বুঝলি, দিন গেলে পর বুঝলি’। নিজস্ব প্রতিবেদক বার্তা২৪ ডটনেট প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে এভাবে কথা বলে মূলত অসুস্থ মানসিকতারই পরিচয় দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী তার কোন প্রজাকে এভাবে কথা বলতে পারে না। আসুন প্রধানমন্ত্রীর এহেন কথাবার্তাকে মনভরে ঘৃণা করি এবং সুন্দর বাংলাদেশের জন্য একজন দেশ প্রেমিক ও যোগ্য নেতৃত্ব কামনা করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।