আমাদের কথা খুঁজে নিন

   

কাউয়া ডাভ সাবান নিয়া যায়..

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায় ব্লগ লিখিব বলিয়া মনস্থির করিলাম। নিজেকে জাতে উঠাবার এই প্রানান্তকর চেষ্টা। কিন্তু যাহা প্রতিবার হয় এবারো তার ব্যতিক্রম হইল না। উর্বর মষ্তিষ্ক খানিতে আলোচনা সমালোচনা করিবার মত কোন সমেস্যা খুজিয়া পাইলাম না। দেশটা যেদিক যাচ্ছে যাক ওটা তাহারাই সামলাইবেন আমরা কেবল ছাগলের তৃতীয় ছানার মত লাফাইয়া দিন পার করিব।

অর্থনীতি লইয়া আলাপ করা যাইতে পারত কিন্তু অর্থের তো কোন নীতি ই নাই। হুদাই আলাপ করিয়া মুখে ফ্যানা তুলিয়া কি লাভ। ১৬ কোটি মানুষের দেশে ১৬ টা ফুটবলার নাই তথাটি ১৬ লাখ তারকায় বাঙলা আকাশ ঢাকিয়া গেছে। মেঘ তো দুরের কথা আকাশখানিই আজকাল দেখা যায় না্। তাই সংস্কৃতিক আলোচনা স্থগিত।

খেলাধুলা যেভাবে চলিতেছে চলুক। মুশফিক এর ছোট কাধে ছোট দেশের ভার ভালমতোই সামলাবে মনে হয়। তবে ক্রিকেট যে পাছা পাকা সাকিব এর হাত হইতে নিস্কৃতি পাইয়াছে এই জন্য আসেন সবাই বলি আমিন। অতপর.. আমি আমার কথা বলিব। তোমরা শুনতে চাইলে শুনিতে পারো না চাইলে কানে আং্গুল দিয়ে রাখিয়ো।

তবে অবশ্যই চোখ খোলা রাখিয়া। আমার যেীবনের জন্ম শৈশব এবং বার্ধক্য যে নারী রুপী নাগীনির খোলস বদলানো দেখিতে দেখিতে পাড় করিয়াছি.....তাহার মৃত্যু সংবাদ আজ বড় শুনিতে ইচ্ছা করিতেছে। মরিব না ...মরিব না বলিয়া সাদ্দাম মরিল,লাদেন মরিল....শেষ পর্যন্ত হালের গাদ্দাফী ও জনতার শব্দ শুনিতে না পাইয়া হুদাই মারা পরলেন। কিন্তু আমার সাপ টা আজও মরল না.....আজরাইল এরও বোধ হয় রুচি বোধ আছে......। পাখি উড়ে গেলে পালক রেখে যায় এই নাড়ী তার খোলস গুলো রেখে গেছে।

কাচা আমটি পাকার আগেই পচিয়া গেলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।