হে মানুষ, তুমি মানুষের মতই হও, এই আমার আশা ও প্রার্থনা।
নাম শুনে কেউ ভয় পাবেন না, আসলে এই নামটা আমার দেয়া, তবে ডেভেলপারদের দেয়া আসল নাম হচ্ছে The KM player, মানে The Kang-Multimedia Player. ইন্টারনেটের এত এত প্লেয়ার এর ভিড়ে যেমনগম প্লেয়ার হয়ত অনেকেই এর নাম জানেন না, তবে অন্তত আমার দেখা সেরা "কাউয়া মিডিয়া প্লেয়ার" এর কথা কিছু শুনে রাখুন।
প্রধান বৈশিষ্টঃ
>সব ধরনের ফাইল চালাতে সক্ষম VCD, DVD, AVI, MKV, Ogg, OGM, 3GP, MPEG-1/2/4, WMV, RealMedia, FLV, AVI, WMV, MKV, MOV, MP4, Ogg theora, ogm, rmvb, mpeg1, mpeg2 etc.
>আছে ম্যানুয়ালি সাবটাইটেল ইনপুট করার সুবিধা।
>এডভান্সড ভিডিও ফিল্টার ভিডিওকে আরো প্রাণবন্ত করে।
>সবচেয়ে বড় সুবিধা হবে যারা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য, কারন এই প্লেয়ার দ্বারা চালানো মিডিয়ার সাউন্ড অনেক বেশি, মানে অন্যান্য প্লেয়ারের তুলনায়।
>এলবাম আর্ট যুক্ত করার সুবিধাও আছে এতে।
>সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ওপেন সোর্সের সফটওয়ার, মানে লাইসেন্সের কোন ঝামেলা নাই।
>আছে সরাসরি অনলাইন সাবটাইটাল ফাইন্ডার অপশন।
>মিনিমাইজ করলে এটা সরাসরি সিস্টেম ট্রেতে চলে যায়(কারও কাছে এটা অসুবিধাও মনে হতে পারে)
>এটা অটোমেটিক কোন এলবাম এর একটি গান প্লে করলে অন্য সবগুলো গান প্লে-লিস্টে নিয়ে নেয়।
>সাইজেও ছোট, আর স্কিনও দেখতে সুন্দর।
এছাড়া আরো অন্য অনেক সুবিধা আছে, যার সবগুলো আসলে আমি নিজেও জানি না!!
ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।