আমি সঅপনো ডেখি
আমি তখন ছোট। গ্রামের প্রাইমারী স্কুলে ক্লাশ ফোরে পড়ি। আমাদের গ্রামে এক ব্যাক্তিকে ছোট ছোট ছেলে মেয়েরা কাউয়া নামে ডাকত। এতে লোকটি খুবই খেপে যেত এবং বাচ্চাদের লাঠি দিয়ে তাড়া করত। আমি একদিন শুনতে পাই তার সামনে শুধুমাত্র হাত উপরে উঠালেই সে নাকি খেপে যেত এবং তাড়া করত।
এটা পরীক্ষার জন্য একদিন রাস্তায় তাকে দেখতে পেয়ে আমি একাই তার সামনে হাত উঠালাম। উ: সেই স্মৃতি এখনো আমি ভূলতে পারিনা। প্রায় আধা মাইল সে আমাকে তাড়া করল। পরে অনেক ভেবেছি কেন সে হাত উঠালে এমন করে তাড়া করে? উত্তর পাইনি। তবে আমাদের দেশের রাজনীতি সম্বেন্ধে যখন বোঝা শুরু করি তখনই উত্তর পেয়ে যাই।
উত্তরটা হলো কাউয়া সেদিন ঈশারায় তার বিরূদ্ধে ষড়যন্ত্র খুঁজে পেয়েছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।