বাংলা ভাষােক ভালবািস নারীরা কখন সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এ প্রশ্নে অধিকাংশ মানুষ ভোট দিয়েছেন ৩০ বছর বয়সকে। ১৮ বা ২০ বছরে নয়, নারীর মানানসই সৌন্দর্যের প্রকাশ ঘটে ৩০-এর ঘরে পা দেওয়া মাত্রই। অন্যদিকে পুরুষ সবচেয়ে বেশি সুদর্শন হয়ে ওঠে ৩৪ বছর বয়সে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে প্রায় দুই হাজার নারী ও পুরুষ এ মত দিয়েছেন। তবে এক্ষেত্রে সৌন্দর্যের সঙ্গে ব্যক্তিত্ব ও উপস্থাপনের বিষয়টিও জড়িত।
গ্ল্যামার ম্যাগাজিন ‘অ্যালুর’-এর এই জরিপে দেখা যাচ্ছে, ৩০-এর পর নারীর এই সৌন্দর্যের ধারাবাহিকতা ৪১ বছর পর্যন্ত ধরে রাখা যায়। তবে ৫৫-তে গিয়ে ঠিকই তাঁরা বুড়িয়ে যান। গবেষণা বলছে, নারীর কমনীয়তা নিঃশেষ হয় ৫৩ বছর বয়সে।
অন্যদিকে পুরুষের ক্ষেত্রে এই বয়সের হিসাব শুরু হয় ৩৪ থেকে। ৪৩ বছর পর্যন্ত তা বজায় থাকে, আর থমকে যায় ৫৮-তে।
তবে পুরুষের গড় বৃদ্ধকাল শুরু হয় ৬৯ বছর বয়সে।
যদিও অ্যালুর ম্যাগাজিন বলছে, নারীর ক্ষেত্রে এই বয়সের হিসাবের কিছুটা গরমিল হয়। নারী দেখতে কেমন তার ওপর অনেকখানি নির্ভর করে তার সৌন্দর্যের প্রকাশ।
অ্যালুর ম্যাগাজিনের সহকারী সম্পাদক জিলায়ান ম্যাকেনজি বলেন, ‘এটাই আদর্শ বয়সের হিসাব। এর আগে কিছু পরিমাণ তারুণ্য দেখা দেয় মাত্র।
’ সূত্র : টেলিগ্রাফ অনলাইন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।