আমাদের কথা খুঁজে নিন

   

একজন নোবেল জয়ী পদ্মা সেতু বাতিলে তদবির করেছেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ড. ইউনূসকে ইঙ্গিত করে বলেছেন, একজন নোবেল বিজয়ী ব্যক্তি পদ্মা সেতু বাতিলের জন্য বিভিন্নভাবে তদবির করছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। প্রধানমন্ত্রী তার নিজ দলীয় সংসদের আশ্বস্ত করে বলেন, যে কোনো ভাবে বর্তমান সরকারের আমলেই এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে। প্রয়োজনে পদ্মা সেতুর ডিজাইন পরিবর্তন ও এর রেলসেতু বাদ দিয়ে পদ্মা সেতু করা হবে। গতকাল সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের ত্রয়োদশ বৈঠকে তিনি এ কথা বলেন। প্রায় তিন ঘণ্টার এই বৈঠকে যোগাযোগমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কঠোর সমালোচনা করেন সরকারদলীয় সংসদ সদস্যরা। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন সংসদ সদস্য এ বিষয়ে নিশ্চিত করেছেন। বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ইসরাফিল আলম, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আতিউর রহমান আতিক, আবদুল মান্নান, নুরুল ইসলাম সুজন প্রমুখ বক্তব্য রাখেন। খবর: বাংলাদেশ প্রতিদিন- ২১ অক্টোবর ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.