আমাদের কথা খুঁজে নিন

   

কিছু সুশিল কৌতুক আসেন একটু হাসেন , পোড়ার দেশে এইরকম অফার আর পাবেন না।

অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে গরু নিয়া চিন্তাঃ ২ সন্ত্রাসী একটা হোটেলে বসেআলোচনা করছিলো ওয়েটার এসে জিজ্ঞেস করলো, “তোমরা কি নিয়ে আলাপ করছ?” ১ম সন্ত্রাসীঃ “আমরা ১০ হাজার মানুষ আর একটা গরু মারার প্ল্যান করছি। “ ওয়েটারঃ “ কিন্তু গরু কেন?” তখন ১ম সন্ত্রাসী আরেক সন্ত্রাসীক কে “বললাম না, কারোরই ১০ হাজার মানুষের কোন পরোয়া নাই, চিন্তা নাই” বানান ভুলঃ একটি ছোট ছেলে একটি চাকু নিয়ে তার হাতে তার গার্লফ্রেন্ডের নাম লিখল। কয়েক মিনিট পর সে জোরে কাঁদতে লাগল কেন? ব্যাথা করছে? … না ! তাহলে? ‘ ‘ ‘ ‘ বানান ভুল হইসে !! বচনঃ ‎" প্রত্যেকটি সফল পুরুষের পিছনে আছে একজন নারীর অবদান । আর প্রতিটি বেসুরা গায়িকারপিছনে আছে একজন -------। শুন্যস্থান পুরণ করুনঃ . . . . . . জানতাম পারবেনঃ মাহফুজুর রহমান পাবলিক টয়লেটেঃ(নাহ কথা রাখা গেলো না, কোউতুক আবার সুশিল হয় কেমতে) একটা লোক পাবলিক টয়লেটে বসে ছিল।

হঠাৎ করে পাশের টয়লেট থেকে শব্দ আসলো, "মিয়া ভাই কেমন আসেন?" লোকটি অবাক হয়ে বলল," হ্যা আমি ভাল আছি। :s আবার শব্দ আসলো, "কি করছেন ভাই?" সে চিন্তিত হয়ে উত্তর দিল,"এইতো ভাই কমোড এ বসে আছি। " পাশের টয়লেট থেকে আবার বলল,"আমি কি আসতে পারি?" লোকটি ঘাবড়ে গেল এবং বলল,"না না না প্লিজ, আমি ব্যস্ত আছি" আবার কন্ঠ শোনা গেল, "আচ্ছাভাই আমি আপনাকে ৫ মিনিট পরেআবার ফোন দিচ্ছি, কোন গাধার-বাচ্ চা জানি আবার সবকথার উত্তর দিয়া আমার লগে ফাইজলামি করতাসে। এইটা একটু পলটিক্যাল কেউ মাইন্ড খাইলে সরিঃ এক লোক গেছে ড্রাইভিং লাইসেন্স আনতে। তারে দেখানো হলো জেব্রা ক্রসিংয়ের ছবি, গিয়ারবক্স, রোড সাইন এগুলো।

সে বলল- কিছুই চিনি না। পরিদর্শক বললেন, 'তোমার তো বেসিকই নাই, লাইসেন্স দেয়া হবে না। ' লোকটা একটা ছবি বের করে বলল, 'ইনারা আমাকে পাঠিয়েছেন। ' পরিদর্শক বলল, 'ইনারা কে?' লোকটি বলল, 'একজনমন্ত্রী আবুল হোসেন, আরেকজন নৌ মন্ত্রী শাজাহানখান। ' পরিদর্শক লিখে দিলেন,'লাইসেন্স দেয়া যেতে পারে।

সরকারের মন্ত্রী বলেছেন, গরু ছাগল চিনলে লাইসেন্স দেয়া যাবে। আবেদনকারীর এই যোগ্যতা প্রমানিত হয়েছে। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.