আমাদের কথা খুঁজে নিন

   

আমরা প্রগতিশীল সুশিল মুসলিম

তথাকথিত প্রগতিশীল সুশিল ব্যাক্তদের একটা প্রশ্ন করতে চাই....... প্রশ্নটা হলো- যখন তাদেরকে কেউ নাস্তিক প্রমান করতে চায় তখন উনারা নিজেদের মুসলিম প্রমান করার জন্য অনেক চেষ্টা করেন। এই প্রশ্নের উত্তর টা নিয়ে আমি অনেক ভেবেছি। উনরা সব সময়ে নিজেদেরকে প্রগতিশীন মুসলিম দাবি করতে চান। এই প্রগতিশীল ও সুশীল বুদ্ধিজীবিদের কথামত আসলে আমরা কি রকম মুসলিম কখনও কি আমরা তা নিজেদের প্রশ্ন করেছি? আমরা আসলে জুম্মা টু জুম্মা মুসলিম কি? জুম্মার দিন মসজিদে স্হান সংকুলান হয় না, আর অন্য জামাতে কি হয় তো সবারই জানা। জুম্মার দিক আমরা কয়জন ফজর এর নামাজ সময় মত আদায় করি? প্রগতিশীল মুসলিম হল - থার্সডে নাইট পালন করব সুরা পান করব, আবার জুম্মার দিন হাজিরা দিব মুসলমানের খাতায় যেন নামটা থাকে। আমরা নিজেদের কি কখনও এই প্রশ্ন করেছি কি - আসলে আমরা কি ধরনে ধর্মিক? মদ, গাজা, মেয়ে মানুষ সব কিছুই করব আবার মুসলিম বলেও নিজেকে প্রতিষ্টিত করার আপ্রন চেষ্টা করব এটাই কি প্রগতিশিল সমাজ ব্যাবস্হা নাকি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.