শীতল আচ্ছাদন -রাকিবুল হাসান শেখ আসিছে শীতল রাত, কুয়াশার বাতি খুড়ে আবারো, সেই প্রহর কাব্যের। যদিবা আসিত বরষ ভরে নয়নে, দুকোলে দুটি মৃত শিশু লয়ে, উষ্ণাভরনহীনা কিশোরী মাতা। তাকে দিতুম এক টুকরো আবাসন, আমার উঠানের কোণার ছোট্ট কুটিরে, চিরস্থায়ী সে বাস আমার মৃত্যুর 'পরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।