শৈত্য গড়িয়ে এসেছে পৃথিবীতে
সূর্যটাকে ধূসর হাসি দিয়ে,
সবুজটা হয়ে গেছে হলদে
পাতাদের সাথে কথা বলে ।
অবলীলায় খোলা বায়ু
ঘর বেঁধেছে শুকনো মরুভুমিতে ,
বিষন্ন দুপুর কড়া নাড়ছে
শেষ বেঁচে থাকা কাঠের দরজায় ।
ফ্যাকাসে আকাশ হাসি দিয়ে যায়
বিষন্ন মমতায় ,
মেঘবালিকা উড়ে যায় একা
হেমন্তকে বিদায় জানিয়ে এ অবেলায়।
শিশির জমেছে মনের আস্তিনে
শুকনো একটা পাপড়ির মন গলাতে ,
হৃদপিণ্ডে চুমায়ে গেছে একটা মন
একটা মনের খোঁজে ।
মর্মর হয়ে গেছে যে পাতাদের শব্দ
একটা শীতের পাখির আওয়াজে ,
সেখানে বিষন্নতা ভর করেছে
একটা ভোরের খোঁজে ।
বিশাল বালুকাভূমিতে একটা গাংচিল
শীতল ধ্বংসস্তুপে উড়ছে ,
আর ফেরারি হয়ে বুড়ো হচ্ছে
একটা সমগ্র জীবন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।