রোদ ভেঙ্গেছে আজ।
শেষ রেখায় সার্বিক তত্ত্বাবধানে ছিল
অম্লান নৈকট্যের বিদীর্ণ যন্ত্রণা ;
উত্তপ্ত ধমনীর লোহিত কণিকা
এক ফোঁটা মায়া জল মাখবে বলে ।
যখন তাড়িয়ে বেড়ায় শশাঙ্কের আলোক ফোটন
অস্ফুট বৈরাগ্যের শুকনো চরে ;
তৃষ্ণার ঝুলি কাঁধে এক টুকরো মাটির
উন্মাদ-আর্তনাদ প্রতিধ্বনি ছড়ায় -
মেঘ এসে এঁকে দিক ঘুমের গায়ে
- খানিক শীতল উষ্ণতা ।
ফাঁটা ঠোঁটে নামিয়ে দিক
করোটির স্নিগ্ধ লালা ,
চৈত্র্যের পা থামিয়ে দিক
সূর্যের গায়ে জল মেখে ।
একটা দীর্ঘ আষাঢ়ের স্নানে
বদলে যাক আঁশটে গন্ধের খোলস,
নিঃশ্বাসে বন্ধু হয়ে যাক
- পৃথিবীর সকল পাখি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।