আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের কোটা সিস্টেম, যখন তখন উদাহরণ

আমি হল বলরাম স্কন্ধে , আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে আমাদের দেশে কোটার কথা উঠলে সবাই ভারতের উদাহরণ দেই l আসলে ভারতের কোটা সিস্টেমটি কি রকম ? সেখানে কোনও পরিবার মাত্র একবারই কোটা ব্যবহার করতে পারবে l যদি কোনো পরিবারে একাধিক ভাই বোন থাকে তাদের একজন কোটায় কোনও সরকারী চাকরি পেলে ওই পরিবারের বাকি সদস্যের বেলায় কোটা প্রযোজ্য হবে না। কোনো পরিবারে যদি ডাক্তার, প্রকৌশলী, প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবী থাকে তাহলে ঐ পরিবার কোনো কোটা পাবে না। যিনি চাকরীর জন্য কোটায় আবেদন করেন তার আবেদন কেবল কোটাতেই বিবেচনা করা হয়, সে আবেদনকারী মেধা কোটায় বিবেচিত হন না l কোটায় চাকরির জন্য আবেদনকারী সাধারন কোটার জন্য বিবেচিত হন না। একবার কেউ কোটায় চাকরি পেলে ক্যাডার বা চাকরী পরিবর্তনের জন্য আর কোন সরকারি পরীক্ষায় তিনি ওই কোটায় আবেদন করতে পারবেন না l এরপর তাকে সবসময় শুধুমাত্র সাধারন মেধা কোটায় আবেদন করতে হবে। প্রতি দুই বছর পর পর স্থায়ী কমিশনের মাধ্যমে বাস্তব অবস্থার প্রেক্ষিতে পিছিযে পরা জনগোষ্ঠী কততা এগিয়েছে বা নতুন কোন জনগোষ্ঠী কোটা সুবিধার আওতায় আসবে কিনা বা বর্তমান কোনও জনগোষ্ঠীকে বাদ দিতে হবে কিনা তা বিবেচনা করে কোটা পুন;বিন্যাস করা হয়। (সংগৃহিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.